===

প্রিয় নবী মায়ার নবী রহমতে আলম তোমার জন্য কাঁদে আমার | Priyo Nobi Mayar N...

প্রিয় নবী মায়ার নবী রহমতে আলম তোমার জন্য কাঁদে আমার | Priyo Nobi Mayar N...

Islamic Gojol I প্রিয় নবী মায়ার নবী।Prio Nabi Mayar Nabi I Humayra Mahmud I New Bengali Hit Gojol

Presenting Super Hit Bangla Islamic Song, Proi Naabi Mayar Nabi, Singer Humayra Mahmud, This Song Very Best Bangla Islamic Song Hope you will enjoy it.  

rio Nabi Mayar Nabi 

 প্রিয় নবী মায়ার নবী 

Singer : Humayra. Chadni. Puspo. Bristi 

শিল্পী-হুমায়রা,চাদনী,বিষ্টি,পুষ্প, 

Label : Raival Movies 

Director : Kabir Humayun 

পরিচালনায়-কবীর হুমায়ুন 

মাশাল্লাহ আমার সব ছোট বোন গুলো জন্য দোয়া করি আল্লাহ জেন আমার সব ছোট বোন গুলোকে ভালো রাখে আমিন আর নবী মুহাম্মদ ও হজরত সাল্লাল্লাহু গজলটি শুনেন অনেক ভালো লাগলো।  মাশা আল্লাহ ।।অনেক ভাল লাগলো এই রকম একটা গজল শুনে।।আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের একটা কথা বলার জন্য ।। এই গজলটির 1 মিনিট 45 থেকে 60 সেকেন্ডের মধ্যেই নবীজিকে বলা হয়েছে তুমি যে ছিলে বড় আপন প্রভু।।এটা বলা কি ঠিক হইছে নাকি ?????প্রভু কি অন্য কাউকে বলা যাবে? ??? আমাকে উওর টা জানালে উপকৃত হব। 

আরো বেশি করে সেনাবাহিনী নিয়োগ দেওয়া হোক। এবং পাহাড়ি অঞ্চল গুলোতে বেশি করে সেনাবাহিনী দেওয়া হোক। তাতে আমাদের অল্প শিক্ষিত যারা তাদের বেকারত্ব কিছুটা দূর হবে। আমাদের পাহাড়ি অঞ্চল টাও নিরাপদে থাকবে। আবদুল হক সাহেব কে আল্লাহ তুমি হেফাজত করুন আমিন আল্লাহ তুমি আমাদের মুসলমানদের সঠিক বুঝ দান করুন আমিন আল্লাহ তুমি আমাদের মুসলমানদের এক হয়ার তৌফিক দান করুন আমিন। পার্বত শান্তি চুক্তিটি বাংলাদেশের সাংবিধানের সাথে সাংঘর্ষিক তাই অনতিবিলম্বে এই চুক্তি বাতিল করা হোক। একি দেশের ভুখন্ডে দুই নীতি থাকতে পারে না। জে এস এস সন্ত্রাসী সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হোক। তার সাথে সান্ত লারমাকে ধরে আইনের আওতায় এনে কঠোর বিচার করা হোক।

Why bangladesh govt. IS not strong enough to fight with those teror? Why there is unprotected area? Is Bangladesh Govt. Organ fearful to those terrorist. What is the condition between Bangladesh and India? Do we love our sovereignty? Shame on our policy maker. Thank you Saifur Shagor for organise This show.  Should be provides army's camps in Hill tracks and take army proper action of these criminals organisations. 

তাগুত কে? যে আল্লাহর আইনের বাইরে আইন রচনা করে। যে আল্লাহর বিধানের বাইরে এমন বিধি-বিধান প্রণয়ন করে, যার অনুমতি আল্লাহ দেননি। আল্লাহর বাণী থেকে দৃষ্টি ফিরিয়ে এবং আল্লাহর বিধি-বিধানের প্রতি কোন তােয়াক্কা না করে সে নিজের পক্ষ থেকে আইন প্রণয়ন করে। তার আল্লাহর বিধানের প্রতি কোন দৃষ্টি নেই, কোন ভ্রুক্ষেপ নেই, এমন ব্যক্তিই তাগুত। يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوٓا۟ إِلَى ٱلطَّٰغُوتِ “তারা তাগুতের নিকট বিচার-ফায়সালার জন্য যেতে চাচ্ছে...” অর্থাৎ এসকল মুনাফিকরা। তাহলে তাদেরকে আল্লাহ তা'আলা তাগুত বলে অভিহিত করলেন এবং তাদেরকে প্রত্যাখ্যান করতে আদেশ করে বললেন- “অথচ প্রকৃতপক্ষে তাদেরকে আদেশ করা হয়েছিল তাকে (তাগুতকে) অস্বীকার করতে।” কিন্তু তারা তাগুতের নিকট বিচার-ফায়সালা চায়, তাই আল্লাহ তা'আলা এরজন্য তাদেরকে নিন্দা করলেন এবং তাদের ব্যাপারে হুকুম আরােপ করলেন, তারা হচ্ছে মুনাফিক। কিন্তু তারা ধারণা করে, তারা ঈমানদার, প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। ~ শাইখ আতিয়াতুল্লাহ্ আল লিব্বি রহিমাহুল্লাহ্.।

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

===

You may also like

===