===

ডেকে লও রাসুলুল্লাহ গজল | Deke Lao Rasulullah Rajiya Risha Gojol | নতুন ...

ডেকে লও রাসূল আল্লাহ রওজা পাকের কিনারে | Deke Low Rasul Allah | Islamic Song | Rajiya Risha Gojol

ভাইয়ার কিছু নাশিদ আছে যেগুলো ভাইয়া আপলোড করেনি,, কিছুদিন পর ভাইয়ার একটা নাশিদ আপলোড করবো, আশাকরি সবাই সাথে থাকবেন,,আর ,,দোয়া করবেন,

হে আল্লাহ আপনি মাহফুজুল আলম ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সবাই এ দোয়ার সাথে অংশগ্রহণ করে মন থেকে লিখুন আমিন. জীবনের শেষ গজল,,, আহা কি সুন্দর গাইলো মাশাআল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাক।

যদি লক্ষবারও শুনি তবুও শোনার তৃষ্ণা মিটছে না। কথা ও সুর সত্যিই অতুলনীয়। আল্লাহ আপনি এ ভাইকে ক্ষমা করে দিন।.

আমি দোয়া করি, আল্লাহ্‌ আপনি তাকে জান্নাত দান করুন । কলরব শিল্পি মাহফুজুল আলমকে আল্লাহ তালাহ তাকে জান্নাত নসিব করুক আমিন. জানিনা কার কাছে এই চেনেল ,,,ভাবিনি এভাবে চলে যাবেন ,,ভুলতে পারিনা আপনার সৃতি গুলো,,, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস উস দান করুক,,,

মানুষ চলে যায়। কিন্তু তার কীতি ও সৃষ্টিগুলো আজীবন বেঁচে থাকবে। তার মেলোডিয়ার কণ্ঠে সবগুলো গজলই হৃদয় ছুয়ে যায়। আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। ভাইয়ের গোলগুলো শুনলেই চোখের পানি ধরে রাখতে পারিনা। কেন জানি না। আল্লাহ আপনি মাহফুজ আলম ভাইকে জান্নাতবাসী করে নিও।

প্রবাস থেকে ভাইয়া গজল গুলো আনমণেই শুনতাম, আজ আর ভাইয়া নেই। বুক ফাটা কান্না আসে, ,,, আল্লাহ তাকে জান্নাত দান করুক. কত বার যে শুনেছি, হিসেব নেই। যত শুনি ততই ভালো লাগে। মৃত্যুর কথা স্মরণ হয়। আল্লাহ মাহফুজ ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। 

এই শিল্পি মাহফুজ ভাই চিরদিনের জন্য চলে গেলেন আজ। সবাই দুয়া করবেন আল্লাহ যেন শিল্পি মাহফুজের গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আমীন.    

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

===

You may also like

===