===

কেমন আছেন পুর্ব পুরুষ মাটির ঘরে ভাই Kemon Acen Purbo Purush Matir Ghore ...

কেমন আছেন পুর্ব পুরুষ মাটির ঘরে ভাই | Kemon Acen Purbo Purush Matir Ghore Bhai | Rajiya Risha

Song: Matir ghor 

Lyrics: Dr. Muhammad Helal Uddin 

Tune & Singer: Shahabuddin Shihab 

মাটির ঘর -------------- কথাঃ ডাঃ মুহাম্মদ হেলাল উদ্দিন 

সুর ও কন্ঠঃ শাহাবুদ্দিন শিহাব 

কেমন আছেন পূর্বপুরুষ মাটির ঘরে ভাই খানিক পরে যেই ঘরেতে হইবে আমার ঠাঁই এমন দশা হবে ও'রে- ভেবে দেখি নাই জাররা সমান আমল আমার হিসাব হবে ভাই? আমল ভাল করো ও- মন- আমল ভাল করো মাটির ঘরে কেউ কারো নয় একাই জড়োসড়ো কখন জানি ডাক আসে রে- নাই রে- জানা নাই।। প্রভু আমার থাকলে খুশি শান্তি পাবো তবে মরণকালে নবীর দিদার নসীবেতে হবে যাবার আগে ঘরের মালিক রব কে যেন পাই ৷৷ 

আসসালামু আলাইকুম দেশ-বিদেশের সকল দর্শক-শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করছি যে, আমার প্রতিটি হামদ-নাত ও গজল একমাত্র আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) এর সন্তুষ্টির জন্য নির্মাণ করা হয়ে থাকে । আমাদের এই নির্মান কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিক শূন্যতা ভীষন ৷ যা সুন্দর ও মান সম্মত অডিও ভিডিও নির্মাণ এর জন্য অনেক বড় বাধা । ভবিষ্যতে আমাদের কাজ অব্যাহত রাখার জন্য আপনাদের ডোনেশন, কোম্পানির স্পন্সর বা বিজ্ঞাপন খুবই গুরুত্বপুর্ন অবদান রাখে । আমার হামদ-নাত,গজল যদি আপনাদের ভালো লাগে তবে ডোনেশন, কোম্পানির স্পন্সর বা বিজ্ঞাপন দিয়ে আমাকে আরো ভালো মান সম্মত কাজ করতে সহযোগিতা করার জন্য বিনীতভাবে উদাত্ত্ব আহবান জানাচ্ছি ।   

ন্যবাদান্তে, শাহাবুদ্দিন শিহাব এগিয়ে যাক ইসলামী সংস্কৃতি ৷ 

 জাঝাকুমুল্লাহ খাইরান ৷ 

মোবাইল - 01818 174997  

আল্লাহ, উম্মতে মোহাম্মাদি কে কবুল করুন, ঈমান -আমল নিয়ে তোমার ডাকে সাড়া দিয়ে ওপারে যেতে পারি সেই তৌফিক দিও,,, আমীন। হৃদয় শীতল করা গজল দোয়া রইলো আরও মধুর কন্ঠে সুন্দর সুন্দর গজল উপহার দিবেন।

মাশাআল্লাহ । অসাধারণ । হেরার সুর মিডিয়া চ্যানেল এর পক্ষ থেকে ভালোবাসা অফুরান এবং অজস্র শুভকামনা নিরন্তর। গজলটা যত শুনি তত বেশি শুনতে মন চায়, আল্লাহ আমাদেরকে সতপথে চলার তৌফিক দান করুন আমিন। চমৎকার একটি মরমী সঙ্গীত।শিহাব ভাই আপনাকে আমার লেখা গান দিতে চাই।

এত সুনদর গজল আমার জীবনে শুনিনাই আমি মাসাআললাহ জাজাকাল্লাহ খইরুম সুবহানআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, মাসসাল্লাহ মাসসাল্লাহ , জাযাকাল্লাহ। আল্লাহ তুমি আসরের মাঠে হিবাব নিয়না তোমার রহমত কর। Assalamu alai kum. Massallah. Allah amadar shobika namaz porar toupik dan korun। আসসালামু আলাইকুম, এই গজলটা আমি আমার মেসেঞ্জারে লোড করে রেখেছি যখন মন চায় তখনই শুনি মাশাআল্লাহ বার বার শুনতে খুব ভালো লাগে ।

এই গজল যে মনযোগ দিয়ে শুনবে সে বুঝবে কোন দুনিয়ার মায়াজালে পরে আছে।আমার তো চোখেই পানি চলে আসলো সুমহান আল্লাহ তায়ালা সব ভাইদের বুঝার তৌফিক দান করুক আমিন। এতই সুন্দর ইসলামিক সংগীত থাকতেই কী করে আমরা নাচ গান শুনি,,,, হে মহান রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়ত দান করুন। কতই না শুন্দর একটা গজল, এই গজল টা সুনার পর হৃদয় টা ঠানডা হয়ে গেলো...আল্লাহ সুবাহানাহুতায়ালা প্রত্যেক মুসলমান কে ইসলামের সহীহ বুজ দান করুন...। 

আমি ইসলামিক ভিডিও এবং গজল তৈরি করি,আমি নতুন ইউটিউবয়ার পিলিজ ভাই আমার পাশে একটু থাকেন, আপনাদের ভালো বাসা, আর আল্লাহর দয়া ছাড়া এগিয়ে যেতে পারবো না। ভালো লাগার মতো একটা গজল। রমজান মাসে সারাদিন গজলটা শুনতাম দিন এমনিতেই পার হয়ে যেতো। হে আল্লাহ আমরা সবাই পাপে নিমজ্জিত আছি।তুমি তোমার রহমত দিয়ে, আমাদের ক্ষমা করে দিও!আমিন।  

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

===

You may also like

===