ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় Tri Bhuboner Priyo Muhammad Elor...
Tri vuboner prio Muhammad |ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ | Ishrak Hussain| Baapon | Bangla Islamic Song
Song : Tri vuboner prio Muhammad
Singer : Ishrak Hussain & Baapon Original
Lyric & Composition : Kazi Nazrul Islam
Music : Ishrak Hussain English
Lyric & Translation : Ally J.K C
opyright of the English translation & lyrics @Ishrak Hussain. All rights reserved.
২ বছর আগের এইটা কিন্তু এইটা আজ শুনতেসি। গজল টা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায় সত্যি বলতে এক কথায় মাশাল্লাহ । আমার মন খারাপ থাকলেই শুনি! যতই শুনি ততই মুগ্ধ হই। আহা! কী সুন্দর শব্দ মালা।
এরি নাম ইসলাম ️ আমার মনে হয় না যে, এটি শুনে কোন এমন মুসলিম নাই যার গায়ে শিহরণ জাগেনি, আর চোখে পানি আসেনি। কারণ সকল মুমিনদের প্রান প্রিয় হযরত মোহাম্মদ (সাঃ)। গজল টি দ্বারা প্রিয় নবী (সাঃ) এর প্রতি কাজী নজরুলের অসামান্য ভালোবাসা প্রকাশ পায়। আল্লাহ যেন কবি কে জান্নাত নসীব করেন, আমিন।
আহঃ মন ছুঁয়ে যায়। হৃদয়ে দারুন ভাবে নাড়া দেয়। পৃথিবীর শেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সঃ কে নিয়ে কি অমর ইসলামী সংগীত লিখেছেন আমাদের জাতীয় কবি। আপনাদের কণ্ঠে গানটা আরও মুধুর হয়েছে। ধন্যবাদ সবাইকে এতসুন্দর একটা সংগীত উপহার দেয়ার জন্য।
যতবারই শুনি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মনটা অনেক অনেক ভালো হয়ে যায়। Every heart melts in the rapture of the beloved, And for this love I have a witness and a proof; Regarding that proof: if I mention the name Muhammad, The eyes of the lovers will be overrun with tears।
গজল টা অনেক বার শুনেছি কিন্তু এতো সুন্দর করে কেউ গাইবে এটা ভাবিনি। মাশাল্লাহ সব থেকে ভালো লেগেছে ইংলিশ পার্ট টুকু। রাসুল (সা) এর প্রতি অগাত ভালবাসা প্রকাশ করে কাজি নজরুল ইসলামের । আল্লাহ জান্নাত নাসিব করুক। আমিন। ইসলামের জন্য কাজি নজরুল ইসলামের লিখা গুলা সত্যিই অসাধারন। আল্লাহ অনাকে জান্নাত নসিব করুন।
এতো সুন্দর গজল আমার প্রিয় গজল এটা আজ পর্যন্ত প্রায় ১০০০ বার শুনেছি এই গজল love it so much। গজল টা অনেক বার শুনেছি কিন্তু এতো সুন্দর করে কেউ গাইবে এটা ভাবিনি। মাশাল্লাহ। মাশাআল্লাহ ইসলামিক গজল করতেছেন ভাই। ভালো কথা উপদেশ না। আল্লাহ রাসুলের সুন্নত দাড়ি গুলো লম্বা করেন আমিন।