===

ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে | O Modinar Matire Sokol Sukh Buj...

ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে | O Modinar Matire Sokol Sukh Buj...

ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে | O Modinar Matire Sokol Sukh Buji Tor Kopale

O Modinar Matire । ও মদিনার মাটিরে । Bangla Islamic Song ।Bangla gojol

ব্রিগিডিয়ার হাবিব স্যার সম্মান দিয়ে দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করবো এবং একটু বিনয়ের সাথে জানতে চাই তাহলে কেয়ামত পর্যন্ত কি এভাবে ই চলতে থাকবে , তাহলে পরিবর্তন কিভাবে হবে , এবং পরবর্তী সময়ে নতুন প্রজন্মের অবস্থা কি হবে । যারা আগামি তে বাংলাদেশ কে নেতৃত্ব দিবে তাদের কি হবে, জাতির বিবেক হিসেবে আপনি কি বলবেন ? 

আমি ভোট দিতে গিছিলাম বাট আমার ভোট নাকি দেয়া হয়ে গেছে। ভোট কেন্দ্র থেকে আমাকে ওরা বললো, তোমার কষ্ট করে ভোট দিতে হবে না বাফু আমরা তোমার ভোট দিয়ে দিছি। সেনাবাহিনী থেকে জি টকশোতে আজকে আছেন। একমাত্র বাংলাদেশের জন্য সত্য কথা আজকে বলছে কিন্তু কিছুক্ষণ পরে বিএনপি বানাই দিবি। আমি একজন দেশে জনগন হিসাবে অনুরোধ রাখবো এই মীর জাফর ক্ষমতা থাকা সময়ে গাড়ী বাড়ি কর্মক্ষেত্রে কোন জায়গায় কত টাকা লুটপাট করা তাহা খুজিয়ে দেখা উচিত। 

Song : O Modinar Matire 

Singer : Jubayer Ahmad Tashrif 

Lyric & Tune : Collected 

Record Label : Holy Tune Studio 

Sound Design : Mahfuzul Alam 

Video Director : Faruk Tahir 

Production : Holy Step 

প্রথিবীতে আল্লাহর পরে সবচেয়ে যার নাম বেশী উচ্চারিত হয়,তিনি হলেন আমাদের নয়নের মনি প্রিয়নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম। বিশ্বের সেরা কন্ঠ হল ইসলাম ধর্মের গজলের ও। ওয়াজের কন্ঠ এই কন্ঠ শুনে কলিজা ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 

যখন তোমার জীবনের উপর আঘাত আসবে, ইসলাম দিয়ে তা প্রতিহত কর । আর যখন ইসলামের উপর আঘাত আসবে, তোমার জীবন দিয়ে তা প্রতিহত কর । —- হযরত আলী (রাঃ)। অল্প বয়সে আল্লাহ তাআলা অনেক দক্ষতা দান করেছেন,তোমাকে,,,,,,দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার নক্ষত্র বানিয়ে দিক। আমি কোরআন তেলাওয়াত করি আমার ইউটুব এখন অনেক ছোট কিন্তু আমার সপ্ন অনেক বড় আপনাদের কাছে সহযোগীতা কামনা করছি সবাই আমার কোরআন তেলাওয়াত শুনবেন। 

এই গজলটা কত বার শুনি হিসাব নাই, আমার মত কেউ আছো, গজলটা শুনলে মনে চায় চলে যাই সোনার মদিনায়। আগেই ধন্যবাদ দিতে ছায়। আমি কি বলবো এতো ভালো লাগলো গজলটা,,, রিদয়ে লাগছে গজলটা। মাশাআল্লাহ্। অসাধারণ, মহান আল্লাহ্ ভাইকে ইসলামের খেদমতের জন্য কবুল করুন, আমিন। 

Masha Allah may Almighty shower his blessings upon you thank u for this amazing Islamic song dedicated to our beloved Prophet Muhammad। You have sweet voice.May allah give you success. I always pray for for your success to the Almighty Allah. I recommend you to wright Islamic song regularly and help us to strong our Iman.

Alhamdulillah খুব মন খারাপ ছিল কান্না করছিলাম,,,,কানে হেডফোন লাগিয়ে সূরা টা বেশ কয়েক বার শুনলাম,,,এখন মনে একটা প্রশান্তি আসছে,,,,খুব ভালো লাগছে,,,মন টা জুড়িয়ে গেল।

 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

===

You may also like

===