===

হাসিনার পতনের পর যা ঘটবে! | What will happen after the fall of Hasina! By Elias Hossain #15minutes

Wonderful interview! We need change desperately to protect our country Bangladesh 🇧🇩 and her people. The continuation of the current system is utterly horrific and is getting worse! It’s far worse than prior to our Liberation war in 1971. I strongly believe the people like Dr. Kibria and many other true patriotic citizens who are out of politics should take part in our political system. I have many things to say but I don’t want to prolong my views. 

হাসিনার পতনের পর যা ঘটবে! | What will happen after the fall of Hasina! By Elias Hossain #15minutes

হাসিনা পতনের পর যা ঘটবে! | What will happen after the fall of Hasina! By Elias Hossain #15minutes" Even after the death of Hasina like Sheikh Mujib, no one will be by his side, history says so! শেখ মুজিবের মতো হাসিনার মৃত্যুর পরেও কেউ থাকবেনা পাশে, ইতিহাস তাই বলে! 

বর্তমান শিক্ষার্থীদের এই ইতিহাস গুলো জানা অতীব গুরুত্বপূর্ণ,,,,, ধন্যবাদ ইলিয়াস ভাই আপনার সুবাদেই এসব জানতে পারছি। বর্তমান শিক্ষার্থীদের এই ইতিহাস গুলো জানা অতীব গুরুত্বপূর্ণ,,,,, ধন্যবাদ ইলিয়াস ভাই আপনার সুবাদেই এসব জানতে পারছি। খুব গুরুত্বপূর্ণ ভাবে ডকুমেন্টারি টা তৈরি করা হয়েছে। উপস্থাপকের জন্য হৃদয় গভীর থেকে দোয়া ও ভালোবাসা। 

রেজা কিবরিয়া বক্তব্য মতো; ৫০ বছর পুরনো রাজনৈতিক নেতারাও বক্তব্য দিতে পারবেনা। রেজা কিবরিয়া সত্যিকারের দেশপ্রেমিক ও জিনিয়াস পারসন। আল্লাহর কাছে দোয়া করি, আপনার মত একজন মানুষকে যেন আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে কবুল করেন।

বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক নেতা যদি এভাবে সত্যাশ্রয়ী হতো এবং জনস্বার্থে ক্লিয়ারকার্টস কথা বলতো তাহলে অবশ্যই রাজনীতিতে একটা যুগান্তকারী পরিবর্তন আসতো। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সক্ষমতা উনার আছে! আমাদের পূর্ণ সমর্থন আছে। 

কিবরিয়া সাহেব যিনি উস্কানি দেওয়ার সেখানে প্রশ্ন আসে না তিনি যেটা বলছেন আমরা মনে করি কেননা প্রতিটা দেশের সংবিধান প্রতিটা সংস্থা ফলো করা সেভাবে তারা তাদের অবস্থান থাকা উচিত ছিল যে জায়গা আমাদের বাংলাদেশের প্রতিটা আইন-শৃঙ্খলা বাহিনী অপকর্মে লিপ্ত হয়ে যাওয়ার কারণ হইলো সেটা তারা সংবিধান লংঘন করেছেন। 

He just tells his idea about the sanction &he loves his countrymen as well as the country. BBC shouldn't be biased about questioning Dr.reja kibria.we,ppl love Dr reja kibria for telling the truth about Bangladesh. যারা গনতন্ত্র, জাতীয়তাবাদ, যারা সাম্য,গনঅধীকার,ধর্মীয় স্বাধীনতা, ন্যায়বিচার,ও মাথা উচুকরে বাঁচতে চান তাদের উচিত রেজা কিবরিয়া স্যারের পাশে দাঁড়ান।

নুর এবং উনাকে একটা সুযোগ দেওয়া উচিত দেশ পরিচালনার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই উনারা কখনো পাবেন না। হয় সরকার সেই সুযোগ দেবে না নয় জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেনা। কি সুন্দর পরিচ্ছন্ন মানুষ,পরিচ্ছন্ন কথাগুলো! আল্লাহ এই মহান লোকটির মনের আশাপুর্ন করুক।এই ধরনের পরিচ্ছন্ন মানুষদের মাধ্যমে দেশে গনতন্ত্র ফিরে আসুক। 

ধন্যবাদ স্যার আপনার বক্তব্যটি মনোযোগ সহকারে শুনলাম আমার জীবনের শ্রেষ্ঠ ইন্টারভিউ আপনার মত এরকম সৎ রাজনীতিবিদ বাংলার জমিনে খুবই অভাব ধন্যবাদ স্যার দোয়া করি আপনার সফলতা কামনা করে রাজনৈতিক ক্যারিয়ার। রেজা কিবরিয়া যা বলেছেন তা সত্য আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত আপনি কেন এত টেনশন করতেসেন বাংলাদেশের মানুষ অনেক খুশি আছে। 

কঠিন হলেও বাস্তব সত্যটা তুলে ধরার জন্য। আপনাদের রাজনীতি হোক মুক্ত চিন্তা ও সাধারণ মানুষের অধিকার আদায়ের। এতো তড়িত্ব সাবলীলভাবে প্রশ্নগুলোর উত্তর দিলেন! সরল শান্তভাবে উত্তেজিত নাহয়ে যেভাবে সত্যগুলোকে তুলে ধরলেন। সত্যিই অসাধারণ। এই ধরনের কিছুসংখ্যক লোক বাংলাদেশে থাকলেই, দেশটা আলোর মুখ দেখতো মনে হচ্ছে। ভালো চিন্তার একজন মানুষ। 

স্যার অসাধারন আপনার চেতনা দেশ ও জাতীর জন্য।স্যার আজ যে আপনি দেশের মানুষের জন্য আপনার নীতি এ আদর্শ নিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন এ জন্য আমরা গর্বিত। কোন মিথ্যার আশ্রয় না নিয়ে honestly উত্তর গুলো দিয়েছেন স্যার । স্যালুট স্যার আপনাকে। আপনার বক্তব্য গুলোর মধ্যে নিরপেক্ষতা ও জনগণের মনের কথা পাওয়া যায়।

স্যার এই দেশের মানুষের ভাগ্যের চাকা ঘুরানোর জন্য আপনার মত শিক্ষিত ভাল মানুষের দরকার, আপনি দেশকে নেত্রিত্ব দেন। স্যালোট স্যার কিবরিয়া। স্যার একজন যোগ্য ও আধুনিক চিন্তাশীল মানুষ। আশা করি বাংলাদেশ গণঅধিকার পরিষদকে সামনে রেখে তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবেন, তাই ওনাকে মূল্যায়ণ করা ও যতাযত স্হান দেওয়া আমাদের নৈতিক দািয়ত্ব এবং অপরিহার্য। 

Sir, I want to see you in that place where a big decision can make for a country. You are a pure clean hearted man with rare educational level & moral qualities. Most of our politician is illiterates and egoistic but you are exceptional for sure. 

ড. রেজা কিবরিয়া স্যার এর মত মানুষ বাংলাদেশে দরকার কারন ওনি উচ্চ শিক্ষিত এবং উচ্চ মানসিকতার অধিকারী। এবং একজন যোগ্য নেতা হবার যোগ্যতা রাখে। গনঅধিকার পরিষদ একজন যুব অধিকার পরিষদ এর কর্মী আমি ভালবাসার মানুষ রেজা কিবরিয়া।    

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

===

You may also like

===