===

Dristy Moder Jay Jotodur Sristy Tomar Chorano দৃষ্টি মোদের যায় যতদূর সৃষ...

Dristy Moder Jay Jotodur Sristy Tomar Chorano দৃষ্টি মোদের ...

Song : Dristi Moder Jay Joto dur 

Artist : Rajiya Risha 

Lyrics & Tune : Collected (সংগৃহীত) . 

Genre : Vocal 

Edit and Color : Ibrahim Ferdous 

Label : Rajiya Risha 

একটা গান তিন থেকে চারবার শুনলে বিরক্তি লাগে কিন্তু পবিত্র আযান ১০০ বার শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ. কলকাতা থেকে অনেক বেশি ভালোবাসা রইলো। স্রোতের জোয়ার আসুক নাটকেও,নতুন নতুন নাটক দেখার জন্য প্রতিদিন ইউটিউবে আসি।বর্তমান সময়ে অপূর্ব ভাই এবং আরফান নিশু ভাইয়ের থেকে ও লাষ্ট এক বছরে ভালো নাটক উপহার দিয়ে আসছে, বর্তমান সময়ের আলোচিত এবং আমাদের প্রিয় জোভান ভাই।আশা করি সব সময় এমন ভালো নাটক আমাদেরকে উপহার দিবেন। 

অপূর্ণ বয়সে ভালোবাসা পূর্ণতা পেলেও হয়তো সেটা টিকে থাকতো না। এটাই সবচেয়ে উত্তম সিদ্ধান্ত যে,পরিপক্ব বয়সে ভালোবাসার দায়িত্ব নেওয়া। ভালো থাকুক এমন আত্মবিশ্বাসী "মায়াবতীরা"। জোভান ভাইয়ার নাটক দেখলে মনের মধ্যে এক অন্যরকম feelings জন্মায়। ইদানিং কিছু নাটকগুলোতে লক্ষ্য করা যাচ্ছে অশালীন পোশাকে নাটকের দৃশ্য তৈরি করা হচ্ছে, এগুলো যদি বন্ধ না হয় তাহলে বাংলা সিনেমার মতো বাংলা নাটক প্ল্যাটফর্মটি ধ্বংস হয়ে যাবে।

এক কথায় অসাধারণ একটা নাটক।সত্যিই নাটকের গল্প, প্রতিটা মানুষের অভিনয় ছিল অসাধারণ। মনে হচ্ছে বহু বছর পর একটা বাংলা নাটক দেখলাম।সত্যিই বাংলা নাটক গুলো এমনই হওয়া উচিৎ.. তানজিন তিশা আর জোবান ভাই এর কোনো নাটক ইই মিস দেই না। আর সেখানে যদি আবার দুজন এর নাটকে হয় তাহলে তো আর কথাই নাই..

মনে হলো যেন পুরো ৪৩ঃ১০ মিনিট একটা প্রেমের নগরে ছিলাম.. একটা নাটকও এতো রোমান্টিক হয়?   নাটকের নামের সাথে অভিনয়ের মিল আছে তাই আমিও নাটক টা মায়ায় পড়ে গেলাম... একজন মায়াবতী নাটকটির ইন্টারেস্টিং গল্পের অভিনয় উপস্থাপনা করার জন্য পছন্দের ফেবারিট পরিচালক ইমরাউল রাফাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

===

You may also like

===