===

Partnership Unlimited | পার্টনারশিপ আনলিমিটেড | Valentine's Special Natok | Afran Nisho | Mehazabien

Partnership Unlimited | পার্টনারশিপ আনলিমিটেড | Valentine's Special Natok | Afran Nisho | Mehazabien

#RtvDrama #AfranNisho #MehazabienChowdhury 

Drama : Partnership Unlimited 

Cast : Afran Nisho, Mehazabien Chowdhury, Musafire Syed Bachchu, Shomu Chowdhury, Kachi Khandakar, Bashar Bappi, AB Rokon, Rifat, Rimu 

Script : Jobaed Ahsan

 Direction : Mahmudur Rahman Hime 

 নাটক : পার্টনারশিপ আনলিমিটেড 

অভিনয়ে : আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, মুসাফির সৈয়দ বাচ্চু, সমু চৌধুরী, কচি খন্দকার, বাসার বাপ্পি, এবি রোকন, রিফাত, রিমু 

রচনা : যোবায়েদ আহসান পরিচালনা : মাহমুদুর রহমান হিমি 

নাটক টা খুবই সুন্দর ছিলো... বিশেষ ভাবে ধন্যবাদ মাহমুদুর রহমান হিমি ভাই কে এতো ভালো একটা নাটক আমাদের উপহার দেওয়ার জন্য। নিশো ভাইয়ের কমেডি নাটক দেখতে দেখতে ভোর হয়ে গিয়েছিলাম। অনেক দিন পর সত্যিই coffee টেস্ট ফিরে পেলাম। উদ্যোক্তাদের জন্য গভীর ম্যাসেজ আছে এই নাটকে। আফরান নিশো আর মেহজাবিনের অভিনয় নিয়েতো আর নতুন করে কিছু বলার নেই; আমার দেখা বর্তমান বাংলার বেস্ট দুজন আর্টিস্ট।

অনেক দিন পরে এই জুটির একটা অসাধারণ নাটক দেখলাম।হিমি ভাইয়ের দ্বারা পরিচালিত নাটক গুলো সত্যিই অসাধারণ। প্রিয় কে হারিয়ে ফিরে পাওয়ার সুযোগ জীবনে খুব কমই আসে | তাই সেই শুভক্ষনের জন্যে থাকে আমাদের প্রতীক্ষা। অসমান্য নাটক। আরফান নিশো আর মেহেজাবিন এর যুগলবন্দী দারুন। সিংগাপুর থেকে দেখলাম কলকাতার লোক যখন আমাদের নাটক দেখে প্রশংসা করে তখন গর্বে বুকটা ভরে উঠে সত্যি অসম্ভব সুন্দর হয়েছে নাটকটা।

এখানে নিশো ভাইয়ের থেকে একটা শিক্ষনীয় ম্যাসেজ পেলাম যে - "আমাদের চাকরির পেছনে না ছুটে কোনো একটা কিছু করা দরকার, যদি ইচ্ছাশক্তি এবং প্রত্যাশা ভালো থাকে তাহলে এটা অবশ্যই সম্ভব।" বাংলাদেশের নাটক অসাধারণ, দেখতেছি ভারত থেকে। নিশো মেহজাবিন জুটি আমার সবচেয়ে ভালো লাগে। নাটকের গল্পটা অসাধারণ ছিল, এই মাসের সেরা একটি নাটক, বস আফরান নিশো এবং ড্রিম গার্ল্ড মেহজাবিন চৌধুরীর অভিনয় অনেক সুন্দর ছিল, অভিনয়ের মধ্য অসম্ভব মায়া কাজ করেছে , এটা বলাবাহুল্য যে সবসময়ের সেরা জুটি এবং এ দুজনের জুটি সবসময় ভাল্লাগে..

ধন্যবাদ মাহমুদুর রহমান হিমু ভাই কে এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য আর ভালোবাসা অবিরাম নিশো ভাই আমাদের টাংগাইল এর গর্ব। বাংলাদেশের নাটক এখন অন্য উচ্চতায় রয়েছে। ধরা ছোঁয়ার রাইরে। অফুরান ভালোবাসা নিশো আর মেহজাবিনকে কলকাতা থেকে।

অনেক দিন পর অনেক সুন্দর একটা নাটক দেখলাম। তিন দিনহলো মনে থেকে যাচ্ছে ই না জুবায়ের ভাই একটা বস ই। অনেক ভালোবাসা রহিল এ রকম আরো নাটক চাইসব ভালোবাসা যদি এইভাবে পূণর্তা পেতো, তাহলে কেও নিরবে চোখের জ্বল ফেলতে হতো না,আর যে ছেড়ে যাই সে হয়তো কখনোই বোঝবেনা,তার জন্য হৃদয়ে কি রক্তক্ষরণ হয়। গতানুগতিক ভালোবাসার প্রেমের নাটক থেকে বের হয়ে এমন আধুনিক এবং বাস্তবভিত্তিক নাটক চাই, যেখানে থাকবে ক্রিটিভিটি, সুস্থ বিনোদন, উদ্যোক্তা হওয়ার পেছনের গল্প।

36 মিনিটে মাথায় এসে এভাবে ধাক্কা খাবো ভাবতেই পারি নি। পূরো নাটকের মোরটাই ঘুরে গেলো। অসাধারণ অসম্ভব সুন্দর একটি নাটক। মাঝে মাঝে কিছু নাটক এ কোনো বিরক্ত থাকে না। ইয়ং জেনারেশান এর মধ্যে নতুন উদ্যমের সৃষ্টি করে। ধন্যবাদ তাদেরকে যারা এত সুন্দর একটা নাটক আমাদেরকে উপহার দিয়েছে। অসাধারণ পরিকল্পনা এবং পরিচালনা, প্রতিটি সূখের জায়গায় চোখের পানি ধরে রাখতে পারিনি ----- I love my Bangladesh.

বাংলার নাটকের মধ্যে আমার সেরা দুই পছন্দের মানুষের সেরা অভিনয় দেখলে যা হয়। ভীষণ রকম ভালোবাসি এই দু'জন কে বলে বুঝাতে পারব না। শুভ কামনা রইলো আপনাদের জন্য। অসম্ভব সুন্দর একটি গল্প ছিলো।  এবারের ভালোবাসা দিবসের বেস্ট নাটক ছিলো এটা আমার দেখা.. শুভ কামনা রইলো নাটকের পুরো টিমের জন্য। খুবই অসাধারণ একটা নাটক ছিলো পুরো মনোযোগ টাই ছিলো নাটকটার মধ্যে এক মুহুর্তের জন্য বোরিং ফিলটা আসে নাই। ধন্যবাদ এমন একটি নাটক বানানোর জন্য। নাটক টা অনেক সুন্দর। আর আমি ডাউনলোড দিয়েছি কিন্তু ডিলিট করবো না কারন অনেক সুন্দর হয়েছে নাটক টা  আর মেহেজাবীন আর আফরান নিশো মানে পুরাই হিট। কি অসাধারণ একটা নাটক দেখলাম... নিশো এখন বস... কি অসাধারণ অভিনয় ক্ষমতা... র মেহেজাবিন আমার দেখা বাংলাদেশ র সেরা নায়িকা... এত অসাধারণ ওদের দুজনের জুটি... ভাবা যায় না... অনেক ভালোবাসা বাংলাদেশ র নাটক র জন্য... কলকাতা থেকে।

ভালো নাটক পাচ্ছিলাম না বলে অনেকদিন নাটক দেখিনি। রিসেন্টলি এটা সহ দুয়েকটা নাটক দেখলাম যার গল্পগুলো অসাধারণ। দুর্দান্ত স্টোরি লাইনআপ! অভিনয় নিয়ে আলাদা কিছু বলার নেই। অনেক অনেক ভালবাসা নিশো ভাই , মেহজাবীন ও অন্যান্য সকল কে। Rtv কে অসংখ্য ধন্যবাদ এরকম একটা নাটক উপহার দেয়ার জন্য আমাদেরকে আশা করি আগামীতে আরও অনেক সুন্দর সুন্দর নাটক উপহার দিবে আমাদের কে। পার্টনারশিপ আনলিমিটেড অভিনয়টা জটিল বিশেষ দ্রষ্টব্য হচ্ছে আফরান নিশো ভাই এবং মেহজাবিন চৌধুরী আপু আপনাদের দুজনের অনুপ্রেরণা সবসময় এতোটাই ভালো তৃপ্তি পাওয়ার মতো লাগে এবং অসাধারণ অভিনয় করেছেন ধন্যবাদ।

বেশ অন্যরকম এক কাহিনী। এই নতুনত্বের জন্যেই বাংলা নাটক এতো ভালোবাসি। আর ভালো লাগে আফরান- মেহজাবিন জুটি। অবাক হয়ে যাই । কি করে এত সুন্দর নাটক Bangladesh থেকে হয়, God knows. West Bengal থেকে এরকম একটা নাটক কল্পনাও করা যায় না l মেহজাবিন এবং নিশোকে কখনো কোনো নাটকেই মনে হয় না যে ওরা অভিনয় করছে l এতটাই natural ওদের acting.   

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

===

You may also like

===