Bachi Tomar Kheyale | বাঁচি তোমার খেয়ালে | Niloy Alamgir | Mahima | Juel Hasan |Valentine Natok 2022
Bachi Tomar Kheyale | বাঁচি তোমার খেয়ালে | Niloy Alamgir | Mahima | Juel Hasan |Valentine Natok 2022
Bangla Natok : Bachi Tomar Kheyale
Story : Siam Ahmed Joy
Script : Bidyut Ray
Director : Juel Hasan
Cast : Niloy Alamgir, Makhnun Sultana mahima, Masum Bashar, Mili Bashar, Muntaha.
Cinematography : Shohag Shorif
Editor : Shamim Hossain Cheif Asistant
Director : Rashed Zaman & Mehedi Hasan Khan
Mek-up : Titu Shikder
Producer : Aynul Islam Chonchol
Music Composer & Background
Music : Arnob Ul Islam
Lyrics : Md Ali
Reza Singer : Arnob & Tumpa Khan
Production M : Ahmed Biplob
নীলয় ভাইয়ার নাটক গুলো আমার খুব লাগে এই প্রবাসে এই দিন গুলো এই নাটক গুলো দিন সৃতি হয়ে থাকবে.. ঢাকা টু ডুবাই নাটক উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আরফান নিশো এবং পাশাপাশি মেহজাবিন আপুর অভিনয় অনেক ভালো হয়েছে। অসাধারণ হয়েছে নাটকটা। ধন্যবাদ জানাই CMV ইউটিউব চ্যানেল কে। মাহিদুল মহিম এর নাটক কখনোই ভালো হয় না, কমেডি করতে চায়, but সেখানে কমেডি এর কিছুই থাকে না, আজাইরা নিশো ও মেহজাবিন এর এ রকম নাটক করা উচিৎ হয় নাই,
জয় বাংলা নাটকের জয় আমার কাছে কলকাতার সিরিয়াল থেকে বাংলাদেশের নাটক অনেক ভালো লাগে কে কে আমার মতন এক মত পোষণ করছো ভ্রগার মুন বলছি,, বাংলা নাটকের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম প্রিয় বন্ধুরা.. নিলয় আলমগীর অভিনিত সবচেয়ে সুন্দর নাটক সোনার পাখি, রূপার পাখি। যারা নাটক-সিনেমা ও খবর দেখতে এসে আল্লাহ্ এবং রাসূলের পবিত্র নাম কে অপবিত্র করে এবং লাইক কমেন্ট এর জন্য ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের কপালে জুতার বাড়ি ১০০%,.,, সত্যি অসাধারণ ছিল অনেক ভালো লাগলো। বাস্তবতার জীবনে ও এমনটা হোক মানুষের জীবনে।
আসলেই আমরা মিথ্যে অভিনয় খুব ভালো করেই করি,,ভালো থাকার জন্য অভিনয় করার কি দরকার,আমাদের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকলে আর অভিনয় করা লাগে না,,
দারুন মানায় এই জুটি কে মাহিমা আর নিলয় কে, এই জুটির আরো নাটক চাই,, অসাধারণ ছিলো নাটক টা। নিশু ভাই এবং মেহু আপু মানেই অসাধারণ কিছু। বাংলা নাটকের পাগলা ভক্তদের দেখতে চাই।
নাটকটির স্বাদ,পৃথিবীতে শ্রেষ্ট স্বাদ যে ফলের মধ্যে আছে, ঠিক তার মত। ধন্যবাদ সবাই সবাইকে। মালাএশিয়া থেকে.. কেন একটা ছেলে অথবা একটা মেয়ের কি বিয়ে হলে সব শেষ হয়ে যায়, না আমি মনে করি কিছুই শেষ হয়না কারন তখন ভালবাসা আরো গভির হয়, কারন উভয় ই বুঝে, ,,
নাটকটি দেখে ভাবিনি ২৩মিনিটে এই রকম রিয়েকসন পাব। আর পরিচালক ভাইকে অনেক ধন্যবাদ এই রকম বাস্তব জীবনের ঘটনাগুলি ঘটেছে সেটা তুলে ধরার জন্য।