আমারো ছিল সব একদিন আজ আমার নেই কিছু নেই | Amaro Chilo Sob Akdin Aj Amar ...
যাদুকরী কণ্ঠে হৃদয়স্পর্শী গজল । Amaro Chilo Sob Ekadin । Hujaifa Islam Kalarab । Heart Touching Song
Holy Tune presents Islamic
Song : যাদুকরী কণ্ঠে হৃদয়স্পর্শী গজল । Amaro Chilo Sob Ekadin । Hujaifa Islam Kalarab । Heart Touching Song.
Hope you will enjoy our exclusive Hamd, Naat, Islamic Nasheed, Bangla Islamic Gojol, islamic Gojol, more Islamic Songs and video on our Youtube channel. Don't forget to subscribe "Holy Tune"
Song : Amaro Chilo Sob Ekdin
Singer : Hujaifa Islam
Lyric & Tune : M Kamruzzaman
Music Direction : Muhammad Badruzzaman
Sound Design : Mahfuzul Alam
Record Label : Holy Tune Studio Video
Director : H Al Haadi ............................................................
আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস, উন্নত এবং সুন্দর ভিডিও মেকিং এর জন্য স্পন্সর এবং ডোনেশন একটা ফ্যাক্ট । আমাদের আয়োজনগুলো তৈরিতে এর শুন্যতা ভীষণ । আল্লাহর রহমত, নিজেদের প্রচেষ্টা এবং আপনাদের অব্যাহত ভালোবাসায় আমাদের এগিয়ে চলা । আশাকরি আপনার সুযোগ থাকলে ভিডিও তৈরিতে স্পন্সর অথবা ডোনেট করে এ পথচলাকে বেগবান করবেন ইনশাআল্লাহ । - 01611324761
আমার ৫মাসের একটি ছেলে আছে রাতে ঘুম নিয়ে একটু জালায় তবে যখনি এই গজলটা শুনাই অটোমেটিক ঘুমিয়ে যায় আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, আমি শিশু শিল্পীদের এরকম মধুর কন্ঠে কখনো ইসলামি সংগীত শুনিনি। এককথায় অসাধারণ ছিল, শুধু বারবার শুনেছি আর চোখের পানি অনবরত জড়তেই আছে।
মা শা আল্লাহ, অসাধারন কন্ঠস্বর, ফিলিস্তিনের আর্তনাত আর ইসরায়েলের বর্বরতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে, ইয়া আল্লাহ মুসলিম জাতিকে হিফাজত করুন, আমিন। যত শুনি ততো মন ব্যাকুল হয়ে পড়ে। আল্লাহ সকলকে হেফাজত করুক। আর ছোট্ট ভাইটির জন্য আল্লাহর দরবারে দোয়া রইল।
আমি এই গজলটি শুনে আমার চোখে পানি এসেছে, খুব ভালো লেগেছে,আমি গোজলটি শুনেছি এবং নিজে নিজে উপলব্ধি করেছি,কথা গুলোর ব্যাখা বুজতে পেরেছি,আলহামদুলিল্লাহ। অসাধারণ কন্ঠ।দোয়া করি হুজাইফা আল্লাহ্ তোমাকে ইসলামের দিন গুলো সঠিকভাবে পালন করা ও মেনে চলার তৌফিক দান করুক।
এই গজলটি এত সুন্দর আমি আগে সবসময় গান আর রাতেও গান শুনে ঘুমাইতাম আর এখন আমি রাতে এই গজলটা বারবার না শুনলে ঘুম হয়না এখন এই গজলটা শুনতে শুনতে ঘুমাই কি জাদুঘরি কন্ঠ। অসাধারণ যত বার শুনি তত বার মন ভরে যায়,যার মূল কার হচ্চে গজলের প্রতিটি শব্দ আর কথা গুলো,হুজাইপার জন্য শুভ কামনা। এত সুন্দর কন্ঠের গান আগে কখনও শুনিনি।গানটি শুনি আর অবাক হই। মাশাল্লাহ হুজায়ফা অনেক বড় শিল্পী হোক।আর এত সুন্দর সুন্দর গান উপহার দিক।
শরীরের লোম দারিয়ে গেল কন্ঠ শুনে। কি মায়া জরানো কন্ঠ আল্লাহু আকবার। ও আল্লাহ তুমি তোমার মননিত ধর্মের মানুষ কে রক্ষা কর। মাশা আল্লাহ্ এই গজলটা যতবারই শুনি মন ভরে না বার বার শুনতে ইচ্ছে হয়। হুজাইফাকে আল্লাহ্ তায়ালা নেক হায়াত দান করুন। ইসলামের জন্য কবুল করুন ।
মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ,,, কেন যেন খুবই বেশি ভালো লাগে এই গজলটা
শুনলে,,মনের মধ্যে অন্যরকম প্রশান্তি কাজ করে,,আল্লাহ তুমি সবাইকে ভালো
রাখো,,তাওহীদের ওপর মৃত্যু দিও মাবুদ,,,আমিন আল্লাহুমা আমিন। গজলটা যতবার শুনেছি, চোখের পানি ধরে রাখতে পারিনি।বাবা সোনা আল্লাহ তোমাকে অনেক বড় করুক। দোয়া রইল।