Ei Miche Duniyay Tumi Thakba Koto Din | এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন...
Lyric &Tune : Saim Al Hasan
Singer: Saim Al Hasan& Sadman Sakib
Sound Mix & Mastering : Ishrak Hussain Film
Direction: Alam morshed
Management :Saim Al Hasan
Production: Tune hut
গজলটি শোনার আগে নামাজ পড়লেও পাচঁ ওয়াক্ত পড়তাম না। কিন্ত গজলটি শোনার পরে একদম কলিজা লাগছে ভাই। এখন থেকে নামাজ পড়তে আর অলোসোতা আসবে না। ইসলাম এজন্যই শান্তির ধর্ম। এত কষ্ট,এত হতাশা,বাবা অসুস্থ সব চিন্তা করে সারাদিন কান্নাকাটি করে মাত্র যখন এই গজল টা শুনলাম সব ছোট বড় কষ্ট ভুলে কলিজায় এক অসম্ভব শান্তি অনুভব করতেছি। এই মিছে দুনিয়ায় কিছুই সত্য না, সত্য শুধুই আল্লাহ, তার রাসূল, কোরআন আর মৃত্যু। দুনিয়ার কষ্ট তো ক্ষণিকের।
আমরা যদি মৃত্যুর কথা স্বরন করতাম তাহলে আর মানুষের সাথে বাটপারি ছিটার করতাম না হে আল্লাহ তুমি পৃথিরীর সকল মানুষেকে সত ভাবে চলার তোফিক দান করুন আমিন। কে লিখেছে, কে সুর করেছে জানিনা তবে এই গজলটা যখনই শুনি এই দুনিয়া , এই জীবন সংসার সত্তি মিছে মনে হয়। এই গজলটার মাধ্যমে ইসলামের দাওয়াত পৌছানোর কাজ হচ্ছে আমার মনে হয়।
মাশাআল্লাহ!!!! একদিকে মনোমুগ্ধকর, অন্যদিকে মৃত্যুর ভয়!!! এতো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি কলরব শিল্পী গোষ্ঠী কে। অসাধারণ মনের মত একটা গজল। ধন্যবাদ ইকরা শিল্পগোষ্ঠী। অনেক দূরে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে তোমাদের। ধন্যবাদ যারা এই গজলটা জন্য পরিশ্রম করেছেন।
গজল আমি বেশি শুনি না যখন শুনি এইটাই শুনি এই গজলটা আমার কাছে অনেক ভালো লাগে জীবনে প্রথম কমেন্ট করলাম গজলের বিষয় যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ সব সময় "মৃত্যু" থেকে বাঁচার "চেষ্টা" করে, কিন্তূ জাহান্নাম" থেকে" নয়,অথচ "মানুষ" চাইলে "জাহান্নাম" থেকে" বাঁচতে "পারে" কিন্তু "মৃত্যু" থেকে নয় । আল্লাহ তালা এই ভাইটাকে এত সুন্দর কন্ঠ দিয়েছেন।তার সুন্দর কন্ঠ বেচে থাকবে লাখো বছর।কিন্ত সে থাকবেনা।
এই গজলটা শুনার পর আমার বিবেক আদালতে অনেক সাড়া ফেললো।ধন্যবাদ আপনাদের এমন একটি গজল উপহার দেওয়ার জন্য। ইয়া আল্লাহ আমাদের কে যত দিন জীবিত রাখবেন প্লিজ ইসলামের পথে জীবিত রাইখেন আল্লাহ,আর মরন যখন দিবেন ঈমানের সাথে মরন দিয়েন আল্লাহ। এই গজলটা শুনে সেই বিচারের দিনের কথা ভাবলে আর কিছু ভালো লাগেনা আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন।
গজলটি সত্যি অনেক সুন্দর। জীবনের সাথে মৃত্যু শব্দটা অঙ্গাঅঙ্গি ভাবে জরিত,যেকোনো সময় যেকোনো মুহূর্তে মৃত্যু হতেপারে। হে আল্লাহ আপনি সবাইকে নেক হায়াত দান করুন এবং সবাইকে মাফ করে দিন,,, আমিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন?,,হে মুসলিম উম্মাহ এই দুনিয়ার লোভ লালসায় তোমরা,, আখেরাতের কথা কি ভুলে গেছো,,
সবাই নামাজ পড়ো আর সত্য কথা বলো আল্লাহ পথে চলো মনে ভালো থাকবে আল্লাহ খুশি হবে আর আল্লাহ খুশি হলে আর কি দরকার হয়। এরকম ভিডিওতে যারা ডিস লাইক দেয়, তাদের মতো বেয়াদব অমানুষ এই সমাজে নাই। বলা যায় তাদেরকে যদি আমাদের জুতার সাথে তুলনা করি, তবে আমাদের জুতাকেও অপমান করা হবে। আল্লাহ ইসলামকে তুমি শক্তিশালি করে দাও, আমিন।
মানুষ শুধু মৃত্যুকে নিয়ে প্রতিদিন অন্তর দিয়ে অনুধাবন করত,তাহলে তার দ্বারা অন্যায়,অপরাধে, সকল রকম পাপাচার থেকে অর্থাৎ আল্লাহ'র অবাধ্যতা থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করত। পাপাচার বিদায় নিত আল্লাহ সবাইকে সহিস বুঝ দান করুন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি গজল আল্লাহ আমাদের সবাইকে ইসলামিক কাজে নিয়োজিত রাখুন আমিন।
গজলটা সত্যি আসধারন কারন জীবনটাই এরকম। ভালোবাসা মানুষ যেমন মন দিয়ে বাসে তেমন নামাজটাও মন দিয়ে পরা উচিত। কারন ভালোবাসার মানুষটাকে যেমন কেউ কেউ পায় তেমন বিচারের দিন ও কেউ কেউ ভালো বিচারই পাবে। সত্যি গজল টা খুবই সুন্দর যারা আমার কমেন্ট দেখছেন সে সকল ভাইয়ের কাছে আমার বিনীত আবেদন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। হজরত মুহাম্মদ বলেন,যে ব্যক্তি আয়াতুল কুরসী প্রত্যেক ফরয সালাতের পরে পাঠ করলো, তার মৃত্যুই তার জন্য বাধা হয়ে আছে।