===

সেহরি | Sehri | Coverd by Rajiya Risha | Otho Otho Rojadar Jago | উঠো উঠ...

সেহরি | Sehri | Coverd by Rajiya Risha | Otho Otho Rojadar Jago ...

দুজনের প্রতি দুজনের ভালোবাসা, সম্মান, যত্নবান হওয়া এবং ছাড় দেয়ার মানসিকতা থাকাটা একটা সংসার সুখের মূল চাবিকাঠি। মাসুদ সেজান ভাই কে ধন্যবাদ দিয়ে ছোট করব না। কেননা তার মত কিছু গুনী নাট্যকার আছে বলেই আমরা বাংলা নাটক নিয়ে গৌরব করতে পারি।এক কথায় অসাধারণ। 

I like the acting of Tisha.She is the best actress in Bangladesh.l wish her bright success in life.She is gentle in nature and always well-behaved with everyone for which I like her. Allah bless Tisha.Thanks to all. Previous all the plays made by the actress Tisha are very very very nice and I enjoyed all the plays very well.

নাটকটা অনেক ভালো বিকজ মেয়েরা সবসময় কাজের মধ্যে থাকলেও বাসায় ছেলেরা চোখে দেখেনা।বাট একজন ছেলে যখন কাজ করে তখন মনে হয় হ্যা বাসার বাইরে ছাড়াও বাসার কাজ যা করে শেষ করা যায়না।নারীরা যতই কাজ করুক ঘরে তখন কাজ বলে মনে হয়না!

it's a very good bengali family drama. All the characters are too good. Trisha and chanchal perform very well!! 

তিশার চঞ্চল চৌধুরীর দুজনের অভিনয় অনেক ভালো হয়েছে নাটকটা দেখে খুব ভালো লাগলো আসলেই এই সব ধরনের নাটক দেখতেও ভালো লাগে বউয়ের উপার্জনের টাকা খেলে কত কষ্ট হয় পুরুষের তা তো বুঝলেন ভাই নিজের উপার্জন করা অনেক ভালো আশা করি কোনদিন বউয়ের উপার্জন করা টাকা খাইব না নিজে অর্জন করে সংসার চালাবো ইনশাআল্লাহ নাটকটা অনেক সুন্দর হয়েছে..

সব সময় কি এতো রাগ দেখালে হয় মাঝেমধ্যে একটু ভালোবাসলে কি হয় ভালো ভাবে কথা বললে কি হয় জীবনটা তো দুই দিনের আর বেঁচে থাকতে হলে তো কাজ করতে হবেই পুরুষের কাজ শুধু বসে থাকা নয় স্বামীর উচিত বউকে সাহায্য করা বউকে সাহায্য করলে স্বামী নিচু হয়ে যায় না।

ড.এজাজ মানে অন্যরকম বিনোদন সেই লেভেলের অভিনয় হাসতে হাসতে সেস ৷ আর তিশার অভিনয় তো বিশেস করে বলার আর কিছুই নাই ৷ বেস্ট একটা নাটক অসাধারন হইছে নাটক টা ৷

তবে নাটক টার ভিতরে তিশা যেই চাকরি করে তার স্বামী তার হুকুম মেনে চলতে হয় এটা কখনোই বাংলাদেশ হয় না যে নাটকটা লিখছে লেখাটা হয়নি স্বামী কখনো ওয়াইফ থেকে বলেন আমার চাকরি হয়েছে আমি যাব না যাব না অতটা অধিকার ছেলেদের থাকে এটা নাটকের বেলায় সাজে বাস্তব জীবনে না..  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

===

You may also like

===