Nobir Ruper Alo | ও চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর রূপের আলো | O Chad Tumi K...
Song : Nobir Ruper Alo
Singer : Rifat Rahman, Sifat Rahman & Jahidul Islam Shaown
Lyric : Saeed Usman
Tune : Muhammad Badruzzaman
Record Label : Holy Tune Studio
Sound Design : Mahfuzul Alam
Video Director : Shoikot Reza
আমরা শ্রেষ্ঠ নবি পেয়েছি শ্রেষ্ঠ কিতাব পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি আমরা সত্যিই ভাগ্যবান -আলহামদুলিল্লাহ।। আমার প্রিয় নবির কথা বলতে গেলে দিন ফুরিয়ে রাত চলে আসবে তবুও বলে মন ভরবে না. এমন চরিত্রের অধিকারি ছিলেন আমার প্রিয় নবি..
আল্লাহু আকবার, আমার নবীর শানে এতো সুন্দর হামদ,আল্লাহ তায়ালা আমার কলরব ভাইদের প্রতি আরো নবীর মহব্বত বাড়িয়ে দিক, যাতে আমরা আরো সুন্দর হামদ শুনতে পারি।যাকে না দেখে ভালোবেসেছি, যাকে স্বপ্নে দেখার কামনা করি, তিনি হলেন হজরত মোহাম্মদ সাঃ..
অসাধারন গজল রিফাত , সিফাত ও শাওন তমাদের তিন জনের জন্য ভালবাসা রইল। good luck for kolorab and singer. হে আল্লাহ আমাদেরকে কুরআন ও হাদীসের উপর আমল করার তাওফিক দান করুন আমীন ইয়া রাব্বাল আলামীন..
মাশাল্লাহ খুব সুন্দর দোয়া ও শুভকামনা রইল আপনাদের সবার জন্য আল্লাহ যেন সবাই কে নেক হায়াত দান করেন এবং ইসলামের জন্য কবুল করেন ..চাঁদ তুমি কী পেয়েছিলে নবীর মুখের আলো তাইতো তোমার আলো আমার লাগে এতো ভালো"........ MASHA ALLAH OSHADHARON NASHEED...