ইসলামের ফরজ বিধান পর্দা নিয়ে গান | পর্দা | Porda Kora Foroj Bondhu | Jaima Noor |Saimum Shilpigosthi
ইসলামের ফরজ বিধান পর্দা নিয়ে গান | পর্দা | Porda Kora Foroj Bondhu | Jaima Noor |Saimum Shilpigosthi
গানঃ পর্দা কথা ও সুরঃ আব্দুস সালাম
পরিবেশনায়ঃ সাইমুম শিল্পীগোষ্ঠী
শিল্পীঃ জাইমা নুর
লিরিক্সঃ
পর্দা করা ফরজ বন্ধু
পর্দাতে নাই লজ্জা
পর্দা হলো শালীনতা
জান্নাতি সাজসজ্জা।।
পর্দাতো মুমিনের অহংকার
পর্দা করে দেখো
তোমায় লাগবে কি সুন্দর
রবের হুকুম করলে পালন
বেড়ে যাবে ইজ্জাত।।
পর্দা মুসলমানের পরিচয়
পর্দা কর হৃদয় রেখে
আল্লাহ তালার ভয়
পর্দা কর ঘর-বাহিরে
যাওরে যেথায় ইচ্ছা।।
সাইমুমের গানগুলো দেখুন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন | আর কমেন্টে জানান আপনার অনুভুতি।।
AUDIO: HEAVEN TUNE STUDIO
AUDIO COMPOSER: SALMAN SADIK
SUBTITLE: AHSAN HABIB KHAN
EDIT & COLOR: ALAM MORSHED
MANAGEMENT: TALHA JUBAIR ATIK TASHRIF AK JILANI JAHIDUL ISLAM ATAUR RAHMAN BULBUL FAISAL AHMED
CHILD CO-ORDINATOR: FAISAL AHMED MAHMUDUL ISLAM
SPECIAL THANKS: DR. MOBARAK SIRAJUL ISLAM ABDUL JABBAR ABDUL ALIM & ALL EX. DIRECTOR OF SAIMUM.
SCREENPLAY: ABDULLAH AL NOMAN AK JILANI
FILM DIRECTOR: ALAM MORSHED
ASS.DIRECTER: JABIR AL MAHMUD
DIRECTOR: ABDULLAH AL NOMAN
সইমুম প্রকাশনা: → গানের সংকলন: সত্য ন্যায়ের গান →
মতিউর রহমান মল্লিকের স্বরণে: নিষণ্ন নাবিক পর্দাহীনতার পরিণতি: মূলত পর্দাহীনতার কারণে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, অপকর্ম ও ব্যভিচারের মতো নিকৃষ্ট পাপের সূচনা হয়। যার কারণে ইভটিজিং, ধর্ষণ ও যৌন সন্ত্রাস প্রকট আকার ধারণ করে। ফলে নানা অঘটনসহ ব্যক্তি ও পারিবারিক জীবন বিপর্যস্ত হয়। যার বাস্তব চিত্র নিত্যদিনের সংবাদপত্র খুললেই চোখে পড়ে। এছাড়াও পর্দাহীনতার কারণে পরকিয়া ও চরিত্রহীনতার মতো ঘৃণিত কর্মের সূত্রপাত হয়। যার ফলে স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি বিশ্বাস উঠে যায়। এতে পরিবারে অশান্তি ও বিপর্যয় নেমে আসে। মূলত পর্দাহীন নারীরা হচ্ছে জগতের সবচেয়ে নিকৃষ্ট নারী। তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের স্ত্রীদের মধ্যে সবচে নিকৃষ্ট তারাই যারা পর্দাহীনভাবে চলাফেরা করে। (বায়হাকী: ১৩২৫৬) এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) লা’নত (অভিশাপ) দিয়েছেন সেসব নারীদেরকে যারা পুরুষের বেশ ধারণ করে। অর্থাৎ পর্দাহীনভাবে চলাফেরা করে। (আবু দাউদ: ৪০৯৭) এছাড়াও পর্দাহীনতার কারণে আল্লাহর বিধানকে অমান্য করা হয়। আর এ অবাধ্যতার কারণে আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এ প্রসঙ্গে হাদীসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, দুই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখিনি (অর্থাৎ পরবর্তী সময়ে সমাজে তাদের দেখা যাবে)। এক. এমন সম্প্রদায়, যাদের হাতে গরুর লেজের মত চাবুক থাকবে, আর সেই চাবুক দিয়ে তারা (অন্যায়ভাবে) মানুষকে প্রহার করবে। দুই. এমন নারী, যারা পোশাক পরিধান করা সত্ত্বেও নগ্ন। তারা অন্যদেরকে তাদের প্রতি আকৃষ্ট করে এবং নিজেরাও অন্যদের প্রতি আকৃষ্ট হয়। তাদের মাথা হবে উটের হেলে পড়া কুঁজের মতো। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক দূর থেকেও পাওয়া যায়। (মুসলিম: ৫৪৪৫) এ বিষয়টি অন্যত্র আরো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা) বর্ণনা করেন রসূলুল্লাহ (সা.) বলেছেন, তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। এক. পিতা-মাতার অবাধ্যকারী। দুই. দাইয়ুস (অর্থাৎ এমন পুরুষ, যে তার অধীনস্ত নারীদেরকে পর্দায় রাখে না)। তিন. পুরুষের ন্যায় চলাফেরা করা নারী (অর্থাৎ বেপর্দা নারী)। (মুসতাদরাকুল হাকিম: ২৪৪) jaima noor islamic song আসসালামু আলাইকুম প্রিয় দর্শক-শ্রোতা, ইসলামী সংস্কৃতির অগ্রপথিক এই সংগঠনের নিয়মিত পরিবেশনাগুলো নির্মাণে আর্থিক সংকটের কথা সকলেরই জানা । তাই ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সাইমুমকে ডোনেট করুন।
বিকাশ করুনঃ 01911663770 (ফোন করে নিশ্চিত করুন )
এছাড়া চাইলে আপনার প্রতিষ্ঠানের স্পন্সর দিতে পারেন। স্পন্সরের জন্য উপরের নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের মেইল করুনঃ saimuminfo@gmail.com
#PordaSong #Jaima_Noor
#Saimum
#SaimumSong
#saimumgojol
#islamisong
#islamicSongbd
#SaimumKidsSong
#MotiurRahmanMollik
#MoshurRahman
#BanglaIslamicSong
#BanglaGojol