===

Debor Vabir Biye | দেবর ভাবির বিয়ে | Riad Rayhan | Mim Chowdhury | Mohin Khan | Natok 2022

Drama : Debor Vabir Biye 

Script & Direction : Mohin Khan 

Producer : Shujan Mahmud 

Exicutive Producer : Mustak Mukul 

Production House : Bhaishob production

Debor Vabir Biye | দেবর ভাবির বিয়ে | Riad Rayhan | Mim Chowdhury | Mohin Khan | Natok 2022

যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান ব্যাক্তি। বাবার টাকায় জাহাজ কিনে ফেলতে ইচ্ছে করতো, আর এখন নিজের টাকায় এক জোড়া জুতা কেনার আগেও কয়েকবার ভাবি! ভালো থাকুক পৃথিবীর সকল বাবা-মা।

২বছর পরে ছুটি পায় সে, ৪৫/৫০ দিন যে কিভাবে চলে যায়, কিছুই বুঝতে পারিনা, এয়ারপোর্টে বিদায় দিতে কলিজাটা যেন ছিড়ে যায়। খুব কষ্ট হয়, আল্লাহ সকল প্রবাসী কে সহিসালামত এ রাখুক। একজন প্রবাসী হিসেবে দাবি রইলো পরিচালকের প্রতি , এই গল্পের দ্বীতিয় পর্ব চাই। 

আমার দেখা সেরা একটি নাটক, লেখক মনের মাধুরি দিয়ে গল্প ও সংলাপ লিখেছে ডিরেকটার সেটাকে সুন্দর করে ফুটিয়ে তোলেছে, তবে এই নাটকের পার্ট টু না হলে গল্পটি সম্পূর্ন হবেনা, তাই পরিচালক সহ সবার কাছে অনুরোধ নাটকটির পার্ট 2 চাই। 

একটি বাস্তবধর্মী গল্প,,, পারিবারিক ও সামাজিক দৃশ্যপট তুলে আনার জন্য পরিচালক ও কলাকুশলীদের জানাই অভিনন্দন । সেই সাথে সবার অভিনয় ছিল মনমুগ্ধকর ও মাই গড কি নাটক রে বাবা, অপেক্ষা করছি পার্ট ২য়ের জন্য, খেলা জমবে এবার, আমরা তাড়াতাড়ি পার্ট ২ চাই। 

এই গুলাকেই বলে প্রকৃত নাটক, আমার জীবনে কোন নাটক দেখে চোখের কুনে পানি চলে আসছে। ধন্যবাদ দেবর ভাবির বিয়ে টিমকে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মায়ের দোয়া - এখনো যাদের 'মা'বেঁচে আছে! - আসেন একবার শুকরিয়া আদায় করি" আলহামদুলিল্লাহ.! 

তুমি জান্নাত চেওনা বরং তুমি দুনিয়াতে এমন কাজ কর যেন জান্নাত তোমাকে চায়। পরিচালক কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য দ্বিতীয় পাঠ চাই প্রবাসীদের দাবি। নাটকে ভাই ফিরে আসা গল্পটা না থাকলে ভালো লাগতো দেবর ভাবি তো ভালোই ছিলো। জীবনে কত কিছু ঘটে যায়। ভালো থাকুক ভালোবাসার মানুষ গুলো। 

পরিচালক ভাই প্লিজ আপনি নাটকের দ্বিতীয় পর্ব দিবেন অনেক আগ্রহ নিয়ে আছি। আমি কখনও কোন নাটক সম্পূর্ণ দেখি না আজ আপনার নাটক সম্পূর্ণ দেখলাম। আপনার পরিচালনায় প্রবাসীর অনুভূতি প্রকাশ হয়েছে সাথে হয়েছে একটি পরিবারের দায়িত্ব পালন করা। 

প্রেমিকাকে ছেড়ে ভাবীকে বিয়ে করার আসল কারণ আমি বুঝতে পারছিনতুন হিসেবে সবাই যার যার অবস্থানে ভাল ছিল। আমাদের এলাকাতেই দেবরের সাথে ভাবীর বিয়ের অনেক ঘটনা আছে।   

এই গুলাকেই বলে প্রকৃত নাটক, আমার জীবনে কোন নাটক দেখে চোখের কুনে পানি চলে আসছে। ধন্যবাদ দেবর ভাবির বিয়ে টিমকে। এই নাটক নির্মাতার প্রতি বিশেষ অনুরোধ রইলো নাটকটির দ্বিতীয় পাঠ আমরা যেন খুব দ্রুত সময়ের মধ্যে দেখতে পাই বিষয়টা বিবেচনায় রাখবেন ধন্যবাদ। 

অসাধারণ নাটক, অসাধারণ সবার অভিনয় । দ্বিতীয় পার্ট না আসলেই ভালো হবে, কেননা বড় ছেলের কষ্টটা দেখতে ভালো লাগবে না। বাস্তবতা এমনি একটা মেয়ে সব খানে অবহেলিত দোস না করেও দোষটা মেয়েদের মাখতে হয়, শুধু মেয়েদের স্বামী যদি পাশে না থাকে সবাই তাকে বিনা দোষে কথা শোনা। নাটকে সমাজের বাস্তবতার চিত্র তুলে ধরা হইছে। সকলের অভিনয়ই খুব প্রশংসনীয়। এখন অতিদ্রুতই ২য় পর্ব আসার অপেক্ষাই। 

বাস্তবমুখি একটা নাটক যা আমাদের চারপাশে দেখা যায় একটা মেয়ের স্বামী না থাকলে মানুষ নামের পশুগুলো ঐ মেয়েটাকে ভালো থাকতে দেয় না। জীবনে যে কত কষ্ট আর সুখ আছে এই নাটকটা না দেখলে বুঝতাম না। ২র্য় পর্ব টা চাই।পরিচালকের কাছে অনুরোধ। নাটকটি সুন্দর তবে একটা মানুষের খোঁজ পাওয়া যাবে না সেটা অসম্ভব। লোকটি জেলে থাকলে পুলিশের কাছে ইনফরমেশন অবশ্যই থাকবে।

২০৫৫ সাল এর জন্য কমেন্ট করলাম তখন হয়তোবা আমি থাকবো না তখন কার মানুষ দেখবে অগের নাটক কতো সুন্দর ছিল। এই নাটকটি অসাধারণ এই নাটকের নির্মাতা কে অসংখ্য ধন্যবাদ এমন একটি নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য নির্মাতা কে বিশেষ অনুরোধ দ্বিতীয় পার্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।   

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

===

You may also like

===