===

অর্ধেক মহিলা | Half Female | Superhit Full Movie Dubbed In Bangla

অর্ধেক মহিলা | Half Female | Superhit Full Movie Dubbed In Bangla

Ardhanari (Arjun) is a transgender who comes to the city and starts killing everyone. She, especially targets the government employees and keeps killing them one after the other according to a plan. Directors: Bhanushanker Chowdary 

Starring: Arjun, Yajath 

Genres: Drama, Action

সত্যি অসাধারণ ছিল ছবিটা আমি নিজে আগে ওকে ভুল ভুজলাম পরে অনুতপ্ত হয়ে গেলাম,, চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই ছবিটি অনেক কিছু বুঝার আছে এই মুভিট বাংলাদেশের যুবকদের দেখার জন্য অনুরোধ করছি, এটা এক শিক্ষানীয় মুভি এক কথায় অসাধারণ। 

প্রথমে ভাবলাম সে একটা কিলার, বাট পরে যা দেখলাম,,সত্যিই চোখের কোনায় পানি চলে আসছে। আমার দেখা সেরা একটি ইমোশনাল মুভি। কিছু বলার ভাষা নেই মুভিটা দেখে । মাতৃভূমি নিয়ে এরকম মুভি এর আগে কোনোদিন দেখিনি সত্য সব মিলিয়ে মুভিটির গল্প অনেক ভাল্লাগছে। 

এই সিনেমাটি সবার জন্য শিক্ষনিয় একটি সিনেমা বিশেষ করে যুবকরা দেখলে বেশি উপকৃত হত। ভাইরে ভাই মাথা ঘুরিয়ে দেবার মতো সিনেমা।. অসাধারণ।। এমন সিনেমা আমার এ জীবনেও দেখি নাই।  এ সিনেমার কথা আমি সারাজীবন মনে রাখবো। আপনাকে অসংখ্য ধন্নবাদ। কসট করে আমাদের সবাই কে দেখার সুজগ করে দেয়ার জন্য। লাভ ইউ ভাই। 

এটাই দেশপ্রেম দেশের জন্য জান দিতে পারি নিতে ও পারি এই ছবিটাই তার একটা দৃষ্টান্ত। অনেক অনেক ভালো একটা মুভি দেখলাম দেশকে ভালো বাসা৷ দেশের প্রতি সম্মান দায়িত্ব থাকা সবার কর্তব্য।

We want to see the second part immediately.........! It's a very important message for our present society. এ নাটকের দ্বিতীয় পাঠ চাই এটা আমাদের যারা প্রবাসে থাকে সবাই দাবি। আর এই নাটকের পরিচালক কে অনেক অনেক ধন্যবাদ, যারা প্রবাসে থাকে তারা বুঝে ফ্যামিলি কি কষ্ট।

এমন সিনামা বানানো শুধু মাত্র ভারতের দ্বারাই সম্ভব। চমৎকার স্যালুট প্রযোজককে শিক্ষামূলক একটি সিনামা তৈরী করার জন্য সিনামা টিতে শিখার মত অনেক বিষয় আছে অল দ্যা বেষ্ট।  প্রথম থেকে আমি বুঝতে ছিলাম কনো একটা কারন তো আছে।রাগ তাও একটু ছিলো।কিন্তু লাস্টের টুক দেখে সত্যি অনেক কষ্ট পেলাম। এ রকম মুভি আগে কখনো দেখেনি ভিষণ ভালো লেগেছে অনেক কিছু শেখার আছে অসাধারণ এই মুভিটা ধন্যবাদ। 

কথা ১০০% সত্য যারা দেশ ভক্ত তারা হয়ে যায় অমর, আর যারা দেশের জন্য বদনাম করে তারা হয়ে যায় নেতা। ভারতীয় নাটকের চেয়ে বাংলাদেশের নাটক শত গুনে ভালো লাগে, বাংলাদেশী নাটক কে কে পছন্দ করেন , লাইক কমেন্ট দিয়ে সাড়া দিন,,ভারতীয় নাটকের চেয়ে বাংলাদেশের নাটক শত গুনে ভালো লাগে, বাংলাদেশী নাটক কে কে পছন্দ করেন , লাইক কমেন্ট দিয়ে সাড়া দিন,,।

নাটকটা দেখে অসম্ভব ভালো লেগেছে কাহিনী খুব সুন্দর ছিল পুরো নাটকটা বাস্তবের সাথে মিল ছিল কিন্তু বিদেশে কোন ব্যক্তি কে পুলিশের গ্রেপ্তার করলে সর্বপ্রথম কোম্পানি বা কফিলকে ইনফর্ম করবে। 

আমাদের সবাইকে দায়িত্ব দেওয়া দরকার,, আমি মনে করি এই মবিটা আমাদের প্রধানমন্ত্রীকে দেখা দরকার,,,। না ২য় পর্বের দরকার নেই.. পারলে মায়ের কাছে নাটকের শেষ অংশে বড় ছেলের ফোন আসা বা তার বেচে থাকাটা কালে ভদ্রে ঘটে কিনা সন্ধেহ।। অনেক অনেক অনেক বাস্তবে দেবর ভাবির বিয়ের দেখেছি..বিয়ের পর অনেক অনেক বছরও কেটে গেছে কিন্তু এমন কিছু ঘটেনি তাই বলছি শেয অংশ টুকু কেটে ফেলুন কিংবা দর্শক মন থেকে ঝেরে ফেলুন.. না হলে এক পরিবারের ৪ টা জীবনের মানসিক অবস্থা কি হবে বুজতে পারছেন....সবাই ভাল থাকবেন। 

মাতৃভূমি নিয়ে এরকম মুভি এর আগে কোনোদিন দেখিনি সত্য সব মিলিয়ে মুভিটির গল্প অনেক ভাল্লাগছে। পরিচালক ও কলাকৌশলি সবাইকে অসংখ্য ধন্যবাদ,এই নাটকের আরোও পর্ব চাই,এটা আমাদের প্রবাসীদের দাবি। সত্যিই অসাধারন। 

যারা নাটক-সিনেমা ও খবর দেখতে এসে আল্লাহ্ এবং রাসূলের পবিত্র নাম কে অপবিত্র করে এবং লাইক কমেন্ট এর জন্য ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের কপালে জুতার বাড়ি ১০০%। আমার বড় ভাই, প্রবাসজীবন কাটাতে গিয়া দুটো কিডনী নষ্ট হয়ে গেছে শুধু অতিরিক্ত পরিশ্রম করতে করতে......... আমি দেশে থাকি, কিন্তু প্রবাসীদের কষ্ট আমি বুঝি.....। 

আমার নিজের মামাতো বোনের সাথে এমন হইছে । আলহামদুলিল্লাহ এখন তার দেবর এর সাথে বিয়ে হইছে তারা ভাল আছে । গল্প টা এমন ভাবে মিলে যাবে ভাবিনি । 

আমার দেখা অসাধারণ একটা নাটক ভাই জত তাঁরা তারি সমভ্ব এই নাটকের ২পাট্টা দিবেন এটাই আমাদের সকল প্রবাসীর দাবি জানাচ্ছি। সেই সাথে পরিচালককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। 

সত্যিই অনেক সুনদর হয়েছে কতবার যে কেদেছি তা বলতে পারব না এমন যেনো কারোর জীবনে না ঘটে এটাই চায়। There Is No Sweeter Torture, Than Making Someone Believe.. That U Dont Love Them, When U Actually Love Them A Lot..! 

আসলে বাংলা নাটক গুলো অসাধারণ।আর আমার কাছে নাটক গুলো দেখতে খুব ভালোই লাগে। আর আপনারা সবাই বাংলা নাটকের পাশে থাকবেন। 

   

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

===

You may also like

===