গল্পঃ দেহের চাহিদা মেটানোকেই কি ভালোবাসা বলে | Part-02 | What is love to meet the needs of the body
গল্পঃ দেহের চাহিদা মেটানোকেই কি ভালোবাসা বলে।
পার্টঃ২
মাহি অবাক হয়ে তাকে বলে কে তুমি আমি এখানে কেনো আর তুমি আমার কাছে কি চাও। তখন সেই ব্যক্তিটা মুচকি হাসি দিয়ে বললো।আমি তোমার অনেক কাছের লোক আর আমি তোমার কাছে অনেক কিছু চাই যা দিতে তুমি বাধ্য।
তখন মাহি ঘাবরে গিয়ে বললো মানে কি বলতে চাইছেন।
তখন লোকটা বললো কি বলতে চাইছি বোঝো নাহ তোমাকে আমি এতো কষ্ট করে তুলে নিয়ে এসেছি আর একটা ছেলে একটা মেয়েকে কেনো তুলে আনে তা কি জানো নাহ। বলে একটা অট্ট হাসি দিলো।
মাহি একটুও ভয় পেলো নাহ কারন তার সাথে এর আগে এমন হয়েছে তাই সে ভয় পায় নাই বরং নিস্তব্ধতার মাঝে হারিয়ে আছে আর কি যেনো ভাবছে।
তখন লোকটা বললো।তুমি কি ভাবতেছো একটুও ভয় হচ্ছে নাহ তোমার। আমি এখন তোমার সাথে যা কিছু করবো তাতে তো তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে তাও কেনো ভয় পাচ্ছো নাহ।
মাহি এখনও চুপচাপ কোনো কথা বলছে নাহ শুধু কি যেনো একটা আনমনে ভাবতেছে।
তার নিরবতা দেখে লোকটা তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার বলবে কি। এই ভাবে মুখ কালো করে বসে থাকতে কাউকে দেখি নাই সবাই তো নিজের ইজ্জত বাঁচানোর জন্য অনেক কিছু করে। তো তুমি কেনো করছো নাহ।
কথাটা বলার সাথে সাথে মাহির চোখের এক কোন থেকে পানি পড়ে গেলো। আর সে নিজে কন্ট্রোল করতে পারলো না। মনের অজান্তেই চোখ দিয়ে কঠিন আকারে পানি প্রবাহ হইতেছিলো যেনো কোনো একটা ঝর্না থেকে নদী বয়ে যাচ্ছে।
এই অবস্থা দেখে লোকটার মায়া হলো। আর বললো এই ভাবে কাদছেন কেনো আপনি আপনার কি হয়েছে বলবেন কি আমায়।
তখন মাহি চুপচাপ পূর্বের নেয় তার চোখ দিয়ে পানি ফেললো ।
লোকটা তখন হেঁসে বলে উঠলো এই ভাবে কান্না করলেই কি আমি আপনাকে ছেড়ে দিবো নাকি। বরং এখন আমি আপনাকে ভোগ করবই।
পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে আমায় আটকাবে।আর যতই কান্না করেন কোনো লাভ হবে নাহ।
মাহি এইবার আর চুপ থাকতে পারলো নাহ উঠে গিয়ে লোকটার গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পর মারে আর বলে। তোদের মতো ছেলেদের জন্য আজ আমরা শান্তিতে থাকতে পারি নাহ। আর তোকে তো দেখতে পীর এর মতো দেখা যায়। তাও এই সব কেনো করে বেরাস। আরো কতো কি বলতে লাগলো।
এই দিকে লোকটা থাপ্পর খেয়ে মুখ থেকে রক্ত বের হতে লাগলো।লোকটা তার গালে হাত দিয়ে তার কথা শুনতে লাগলো। কিছু বললো না না বলে সে সোজা মাহিকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিলো আর তার শরীরের উপর উঠে পরলো তারপর মাহি তার দাঁড়ি ধরে টান দেয় টান দেওয়ার সাথে সাথে৷ লোকটার দাড়ি খুলে মাহির হাতে চলে আসে। তখন মাহি দেখলো একটা অদ্বুত জিনিস।
সেটা দেখে সে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলো নাহ কারন। লোকটা ছিলো তার অতি চেনা।
তখন মাহি উঠে তাকে আরেকটা থাপ্পর মারলো আর বললো কিরে তুই তুই তুই আমার সাথে এমন করতে চাইছিলি ছি ছি জিসান আমি তোর থেকে এমনটা কোনো দিন আশা করি নাই।
তখন জিসান হেসে বললো তুই তোর বয়ফ্রেন্ড এর সাথে করতে পারবি আর আমরা করলেই দোষ।
তখন মাহি বললো চুপ আর একটা কথাও বলবি নাহ।তখন মাহি চলে যেতে চায়।
সাথে সাথে জিসান উঠে মাহির হাত ধরে খাটের উপর ফেলে দিলো আর তার উপর উঠে মাহির ঠোট আর তার ঠোট এক করে দিলো।
মাহি সাথে সাথে জিসান কে এক ধাক্কা দিয়ে দেয়ালের কাছে ফেলে দিলো জিসানের কপাল দেয়ালে লেগে রক্ত বের হতে লাগলো। আর জ্ঞান হারিয়ে ফেললো।
এদিকে মাহি তার নিজের ইজ্জত বাচাতে দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে ছুটতে লাগলো হঠাৎ মাহির সামনে একটা গাড়ি এসে পড়ে
চলবে---------------------------
বিঃদ্রঃ ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আর গল্পটি আপনাদের বিনোদনের জন্য দেওয়া হয়েছে সো খারাপ মন্তব্য থেকে দূরে থাকবেন আশা করি।