Churi Kora Bou | চুরি করা বউ | Bangla Natok 2022 | Sajal | Ontora | New Natok
#মত্ত (চতুর্থ পর্ব)
৪টা মানুষকে গলা কেটে হত্যা করা হয়েছে।
লাশ গুলোর হাতে সেলাই করা চিরকুট পাওয়া গেছে।
এগুলো তো মিথ্যা না?
..
সি আই ডি অফিসার ফাহিম এবং সায়েক্রেটিস্ট মনিরুজ্জামান এর মধ্যে মিটিং চলছে।
.
ফাহিম; খুনের ২ মাস আগে তানসিকা তার বান্ধবী ইলমাকে কল দিয়ে বলেছে তার বয়ফ্রেন্ড আতিফ খুন করবে। আজ সেগুলোই ঘটছে। আপনি কি বলবেন?
মনিরুজ্জামান; দেখুন আমি নিজে তানসিকাকে দেখেছি। ও একা একাই আতিফের সাথে কথা বলে উত্তর দেয় এবং কিছুক্ষণ পর পরই ভুলে যায় সে হসপিটালে আছে। আমি সিউর আতিফের কোন অস্তিত্বই নেই।
ফাহিম; আচ্ছা ডক্টর আমরা তানসিকার সাথে কিছুক্ষণ কথা বলবো।
মনিরুজ্জামান; জি বলুন। তবে তাকে কোন চাপ প্রয়োগ করবেন না।
.......
তানসিকা বসে আছে।
সামনে ফাহিম এবং মুন্না।
...
ফাহিম; আতিফের সাথে তোমার পরিচয় হয় কোথায়?
তানসিকা; (চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফাহিমের দিকে)
মুন্না; স্যার যা জিজ্ঞাসা করছে উত্তর দাও।
তানসিকা; আতিফ কে? আমার হাত বাধা কেন? আপনারা কারা?
ফাহিম; এই মেয়ে নাটক আর কত করবি? আমি কিন্তু তোর অভিনয় ধরে ফেলেছি।
তানসিকা; কি বলছেন এগুলো? ডক্টর আংকেল কোথায়?
ফাহিম; ডক্টর আংকেলকে মনে থাকে। আমাদের আর আতিফকেই মনে থাকে না।
(তানসিকা চিতকার করে কান্না শুরু করে। তানসিকার চিতকার শুনে মনিরুজ্জামান চলে আসেন)
মনিরুজ্জামান; আপনাকে বলেছিলাম ওকে চাপ প্রয়োগ না করতে।
(মনিরুজ্জামান তানসিকাকে নিয়ে চলে যায়। যেতে যেতে হঠাৎ তানসিকা ভয়ানক ভাবে পিছনে ফাহিমের দিকে তাকায়)
...
ফাহিম; আমার তো মনে হয় এই শালা ডক্টর ও এই তানসিকা আর আতিফের সাথে জড়িত।
মুন্না; স্যার আতিফ বলে কেউ নেই এটা আপনি বিলিভ করেন না?
ফাহিম; আমার তো মাথায় কিছুই কাজ করছে না।
মুন্না; স্যার এই মনিরুজ্জামান শহরের বড় বড় সায়েক্রেটিস্টদের একজন। সে ভুল রিপোর্ট দিবে বলে আমার মনে হয় না।
ফাহিম; বিশাল মাইন্ডগেইম চলছে মুন্না।
...
রাত ১২টা।
৯৯৯ এ একটা অজ্ঞাত কল।
ডেমরাতে একটা ডোবা থেকে একটি গলা কাটা লাশ পাওয়া গিয়েছে।
স্থানীয় পুলিশ সেখানে পৌছে গেছে।
সিরিয়াল কিলিং এর কেইসের সাথে ম্যাচ করাতে সি আই ডি তেও জানানো হয় এবং ফাহিম তার টিম নিয়ে সেখানে যায়।
..
ফাহিম; ওসি সাহেব ঘটনা কি ঘটেছে?
ওসি ফারুক; স্যার ডোবাটা রাস্তার পাশেই। রাত ১১টার দিকে একটা প্রাইভেট কার রাস্তা থেকে ডোবাতে পড়ে যায়। স্থানীয় মানুষদের সহযোগিতায় গাড়িটা তোলা হয়। কিন্তু আজব ব্যাপার হচ্ছে গাড়িটি তোলার পর গাড়িতে কোন ড্রাইভার কিংবা যাত্রী পাওয়া যায় নি। গাড়িটি তোলার পর আমাদের খবর দেয়া হলে আমরা আসি। গাড়ির নাম্বার মিলিয়ে দেখি এই গাড়িটির মিসিং কম্পিলিন করা হয়েছে থানায় রাত ৯টায়। পরে গাড়ির মালিককে খবর দেই। তারপরই ঘটে বিপত্তি।
ফাহিম; কি?
ওসি ফারুক; গাড়ির ডিকির ভিতর থেকে পাই লাশটা। গলা কাটা। ডান হাত এবং ডান পায়ের ১টি আংগুল মিসিং এবং বাপ হাতের পেশিতে সেলাই করা চিরকুট।
ফাহিম; গাড়িটি চুরি করা হয়েছিল শুধুমাত্র এই লাশটির জন্য। স্মার্ট কিলার।
মুন্না; স্যার খুনের প্যাটার্ন একদম সেইম। এই লোকটার নাম ও ফয়সাল। এর বাসা নারায়ণগঞ্জ। বাড়িতে খবর দিয়েছি। সাথে মোবাইল ছিল না। ফ্যামিলি বলছে ৭টা থেকে মোবাইল বন্ধ।
ফাহিম; ফরেন্সিকের কাজ শেষ হলে লাশ পোস্টমর্টেমে পাঠাও।
মুন্না; জি স্যার।
...
ফাহিম গাড়ির মালিকের সাথে কথা বলে জানতে পারে। গাড়িটি ৮;৩০ এর দিকে চুরি হয়।
.....
লাশ পোস্টমর্টেম শেষে।
ফাহিম; নতুন কিছু শুনান ডক্টর সাহেব।
মিরাজ; প্যাটার্ন একদম সেইম। তবে একটা ব্যাপার আলাদা পেয়েছি।
ফাহিম; কি?
মিরাজ; ছেলেটার মেরুদণ্ড ভাঙা ছিল। একদম টুকরো টুকরো হয়ে গেছে। এটা কেন করা হয়েছে সেটার একটা ধারনাও দিতে পারি আমি।
ফাহিম; জি বলুন।
মিরাজ; ছেলেটা (ফয়সাল) বেশ লম্বা। হয়তো তাকে গাড়ির ডিকিতে ঢুকাতে সমস্যা হচ্ছিল তাই কিলার ওর মেরুদণ্ড ভেঙে ভিতরে ঢুকিয়েছে।
ফাহিম; অমানুষ একটা।
মিরাজ; এই চিরকুটটার ব্যাপারে কিছু জানতে পেরেছেন?
ফাহিম; একটা টিম বানাবো। ২ জন তরুণ স্পেশালিষ্টকে দিব এই দায়িত্ব। তারা এই চিরকুটের ভিতরের রহস্য খুজে বের করবে।
.
"02LAS
LL12IK
YO0UO1
F91YI"
.
সি আই ডি তে নতুন জয়েন করা ২ জন অফিসার ইমন এবং নিশানকে দায়িত্ব দেয় এই চিরকুটের রহস্য খুজে বের করতে।
.
হঠাৎ সন্ধ্যায় ফাহিমের কাছে একটা কল আসে।
ফাহিম; হ্যালো কে?
--স্যার আমি হসপিটাল থেকে বলছি। নার্স লিলি বলছি।
ফাহিম; জি বলুন।
লিলি; সিরিয়াল কিলিং এর ৫ম খুনটা যেদিন হয়েছিল সেদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১;৩০ পর্যন্ত তানসিকা হসপিটাল থেকে উধাও ছিল। রাত ১১;৩০ এর পর তানসিকা হসপিটালে ফিরে আসে এবং তখন তার সারা শরীর ভেজা ছিল।
ফাহিম; এটা আপনারা আমাদের এখন জানাচ্ছেন?
লিলি; আমাদের মনিরুজ্জামান স্যার এটা আপনাদের জানাতে নিষেধ করেছিল কিন্তু আমার মনে হলো ৫টা মানুষ এভাবে মরেছে। আমার এটা গোপন করা উচিত না তাই বলে দিলাম।
ফাহিম; ধন্যবাদ।
...
ফাহিম এবং তার টিম গিয়ে তানসিকাকে এরেস্ট করে।
এবং মনিরুজ্জামানকে ওয়ার্নিং দিয়ে আসে।
সিরিয়াল কিলার তানসিকাই।
....
মনিরুজ্জামান এর দেয়া রিপোর্ট যেখানে স্পষ্ট বলা আছে তানসিকা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। আতিফ বলে কেউ এগজিস্ট করে না।
ইলমাকে করা তানসিকার সেই কল রেকর্ড।
খুনের সময়টুকু উধাও থাকা।
এসব দিয়েই ফাহিম চার্জশীট তৈরি করে।
এবং রিমান্ড চেয়ে আদালতে জমা দেয়।
কিন্তু তানসিকা মানসিক ভাবে অসুস্থ থাকায় রিমান্ড মঞ্জুর হয় না কিন্তু সাধারণ জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয়।
..
" সিরিয়াল কিলার লক" এই ধরনের নিউজ চলতে থাকে টিভিতে। শহরবাসী কিছুটা নিশ্চিন্ত হয়।
...
তানসিকার সাথে ফাহিমের একটি একটি সিক্রেট জিজ্ঞাসাবাদ হয়।
ফাহিম বেড়িয়ে এসে সাংবাদিকদের বলে " তানসিকা আসলে মানসিক ভাবে অসুস্থ। সে "শর্ট টার্ম মেমরি লস" পেশেন্ট। সে যে খুন গুলো করেছে সেটা তার নিজেরই মনে নেই। তানসিকা নিজেই খুন গুলো করেছে কিন্তু সে ভেবেছে আতিফ নামে কেউ খুন গুলো করছে। আতিফ আসলে পুরোটাই তার কল্পনা। তানসিকা খুন গুলো কেন করেছে...সে ব্যাপারে এখনো জানতে পারি নি। সে কিছুটা সুস্থ হলে হয়তো সেটাও রিভিল হবে....."
.
তানসিকাকে মানসিক হসপিটালে পাঠানো হয় এবং সেখানে কড়া সিকিউরিটি দেয়া হয়।
.
সিরিয়াল কিলিং কেইস ক্লোজ এর পথে। ফাহিম কিছুটা নিশ্চিন্ত। ফাহিম বাড়িতে এসে ফ্রেশ হয়ে খানাপিনা করে বিছানায় এসে বসে।
রাত তখন ১২টা।
হঠাৎ ফাহিমের ফোনটা বেজে উঠে।
ঘুমু ঘুমু চোখে ফাহিম ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করে...
...
ফাহিম বলে "হ্যালো কে? "
অচেনা একটা অন্যরকম কন্ঠে কেউ বলে " You Can call me Motto "
ফাহিম বলে " What nonsense...wrong Number "
অচেনা কন্ঠটা বলে " ২ টা ফয়সাল এখনো বাকি "
ফাহিমের হুশ ফিরে আসে এবং সে বুঝে যায় " আতিফ? "
অচেনা কন্ঠটা বলে " মত্ত "
(কলটা কেটে যায়)
.
চলবে --------------------
.
লেখক; আলিফ খান (মেন্টাল)
.
গল্পটি কাল্পনিক ধন্যবাদ