===

Ek Britter Tin Akash | Sharika Shabrin | Tanvir | Shabbir | Bangla Nato...

Kom Khoroche Valobasha | Sagar Jahan | Tahsan Khan | Sarika Subrine | Full Natok | Eid Natok

Kom Khoroche Valobasha | Sagar Jahan | Tahsan Khan | Sarika Subrine | Full Natok | Eid Natok Kom Khoroche Valobasha | কম খরচে ভালোবাসা | Sagar Jahan | Tahsan Khan | Sarika Subrine | Full Natok 

কিছু কিছু জিনিস আছে যোগ্যতার বলেই অর্জন করতে হয়,। আর কিছু জিনিসের স্বাদ সময় আসলেই নিতে হয়,, দারুণ ডায়লগ। তাহসান ভাইয়ের জন্য নাটকটি দেখতে আসলাম। ১০ বছরের সংসার হঠাৎ ডিভোর্স " তাহসানের এই কথা তার বাস্তব জীবনের সাথে মিলে যায়। কিছু বলার নাই অসম্ভব সুন্দর একটা নাটক।তাহসান ভাইয়ের ফ্যানরাই লাইক দাও। 

মধ্যবিত্ত-দের অনেক হিসেব করে চলতে হয়,বেহিসাবি হলে হয় না, বাস্তব মুখি একটা গল্প খুবি দারুণ ছিলো। কিছু কিছু জিনিস আছে, যোগ্যতার বলেই অর্জন করতে হয়.. কিছু জিনিসের স্বাদ সময় আসলে নিতে হয়"। কত মানুষের বিয়ের দশ বছর পরও ডিভোর্স হয়ে যায়।সম্পর্কটা বিশ্বাসের" ~নিজের ঘটনাই বলে দিলো তাহসান। কিছু কিছু জিনিস আছে যোগ্যতার বলেই অর্জন করতে হয়, আর কিছু জিনিসের স্বাদ সময় আসলে নিতে হয়। মন ছুয়ে গেল। তাহসানের নাটক গুলো সত্যি মানুষ কে বাঁচতে শিখায়। সত্যি তার অভিনয় অনেক নম্রতা ভদ্রতা নিখুঁত অভিনয় ।এবং অভার স্মার্ট। ব্যক্তি হিসাবে অনেক ভালো ।

ভালোবাসা কি হিসাব করে হয়? তবে নাটকটা কিন্তু অসাধারণ লেগেছে। তাহসান ভাইয়ের নাটক মানে পুরাই জোস। আমার মতো তাহসান ভক্তদের দেখতে চাই। এটাই ছিল আমার ঈদের সবচেয়ে বড় উপহার  তাহসান ভাইয়া তোমার সাথে সারিকা আপুকে অনেক অনেক মানিয়েছে  প্লিজ তোমরা একসাথে এমন আরো নাটক উপহার দিও।  

মধ্যবিত্ত মানুষতো অনেক হিসেব করে পথ চলতে হই,বেহিসেবি হলে চলে না।কথাটা কলিজাতে লাগলো। তাহসান ভাই এর এই নাটকটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম অবশেষে দেখলাম। অসাধারণ হয়েছে ধন্যবাদ সাগর জাহান ভাইকে এমন একটি নাটক নির্মাণ করার জন্য । নাটকের মূল মেসেজটা অসাধারন। জুটি তো ববাবরই চমৎকার। শুভকামনা পুরো টিমের জন্য।

কিছু কিছু জিনিস আসলেই যোগ্যতার বলে অর্জন করে নিতে হয় আর কিছু জিনিসে স্বাদ সময় আসলেই নিতে হয় ! ! মধ্যে বিত্ত এমন একটা বাস্তবতা যা শুধু মধ্যে বিত্তরাই বুঝে, নাটক, সিনেমার গল্পে তার ১০% পারসেন্টও মনে হয় উপলব্ধি করা যায়না। আসলেই নাটকটা অনেক সুন্দর , আর তাহসান মানেই নাটকের পরিপূর্ণ কাহিনী আছে ।

আমাদের জন্য সবসময় দোয়া করবেন যেন আপনাদের ভালো ভালো নাটক উপহার দিতে পারি। কম খরচে ভালোবাসা কিংবদন্তি হৃদয় ছোঁয়া অফুরন্ত ভালোবাসার সকল অভিনয়শিল্পী শুভাকাঙ্ক্ষী হিসেবে যারা ভালো অভিনয় করেছেন তাদের প্রতি যত্নশীল কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অগ্রসর হয়ে ঈদের শুভেচ্ছা জানাই ধন্যবাদ। কম খরচে ভালোবাসা কিংবদন্তি হৃদয় ছোঁয়া নাটকটি নির্মাণকারী উপদেষ্টা পরিচালক সাগর জাহান ভাই আপনাকে আমার অন্তঃস্থল থেকে মনের অরিজিনাল ভালোবাসার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং ঈদের শুভেচ্ছা জানাই। 

ঈদে এত গুলো নতুন নাটক এক সাথে আসছে কোন টা দেখবো কোনটা ছাড়বো বুঝতে পারছিনা বাংলা নাটকের দর্শক দের দেখতে চাই। Walking alone is not difficult But when we have walked a mile with someone. Then coming back alone that is more DIFFICULT..!!

কিছু কিছু জিনিস আছে যোগ্যতার বলেই অর্জন করতে হয়,। আর কিছু জিনিসের স্বাদ সময় আসলেই নিতে হয়,, দারুণ ডায়লগ। এই ঈদে সাগর জাহান স্যার তো ফাটিয়ে দিয়েছেন।সব কটি নাটক ই অসাধারণ হয়েছে। My first TVC favourite Model crush Sarika  great to see u both . also big fan of Tahsan bhai . nice story hope future e tumader aro besi besi kaj dekte pavo. Love u from Chittagong best wish for sarkia hope she will make again strong position this industry and not again take a break

প্রথম শুট টা হয় বীচ ওয়ে হোটেলের সামনে আমি ছিলাম,, তাহসান ভাইয়ের সাথে সেল্ফি ও নিলাম,,কি অমায়িক লোক,,একটু ও বিরক্ত হোন না। কিছু কিছু জিনিস আছে যোগ্যতার বলে অর্জন করতে হয়, আর কিছু কিছু জিনিসের স্বাদ সময় আসলেই নিতে হয়। কি অস্থির একটা ডাইলগ। 

ভালোবাসা এমন ই মধুর হয়। নাটক টি এক কথায় অসাধারণ ছিলো। ধন্যবাদ এমন সুন্দর একটি নাটক উপহার দিবার জন্য। সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশী অধিকারী হচ্ছেন মা সে মাকে কখন কস্ট দিওনা। কিছু কিছু জিনিস আসলে যোগ্যতার বলে অর্জন করতে" আর কিছু জিনিসের স্বাদ সময় আসলে নিতে হয়!"বাস্তবধর্মী একটা কথা। এটাই বাস্তবতা এটাই মধ্যবিত্ততা  ধন্যবাদ সাগর জাহান আপা ঈদে এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।  

Nice acting sharika,,, এটা কি নতুন নাটক? যদি হয় তাহলে তার কামব্যাক নাটক।অনেক পরিনত লাগলো, আর তাহসান তো তাহসান-ই।  নাটকটা দেখে অনেক কিংবা শিখার আছে।। আর তাহসান ভাইয়ের নাটক মানেই নতুন নতুন কিছু শিখতে পারা।

তাহসান খাঁন ভাই ও সারিকা সাবরিন আপু দুই জনের জুটিটা বেশ মানিয়েছে এবং দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রোমান্টিক রোমান্টিকতা দৃষ্টি দিয়ে ফুটিয়ে তুলেছেন খুব খুশি হলাম এবং সেটা যেনে শুনে আসলেই অন্যরকম ভাবে আনন্দ উপভোগ করলাম ধন্যবাদ ভাই ও আপু অসংখ্য ধন্যবাদ। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

===

You may also like

===