===

Kid Solaiman Full - Eid Special Drama 2016 Ft. Mosharraf Karim, Monalisa...

Kid Solaiman Full - Eid Special Drama 2016 Ft. Mosharraf Karim, Monalisa...

এখনকার বস্তা পচা শুধু প্রেমের নাটক দেখতে দেখতে নাটক দেখা ছেড়ে দিয়েছি।এই নাটক গুলো আবার ফিরিয়ে আনা উচিত। 

সমাজ পরিবর্তন হওয়ার মত একটা ভাল নাটক । এই নাটকে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে । নাটক খুব মজার কিন্তু যিনি মিউজিক সম্পাদন করেছেন তিনি আরেকটু যত্নবান হলে ভাল হত --- কথা বলছে আর এর মাঝে ঘড়ঘড় করে বিকট মিউজিক বেজে উঠে তাতে কথা শুনার মজা নষ্ট হয়ে যায় ।

সত্যি মোশারফ করিম একজন কৌতুক সৃষ্টিকারী অভিনেতা। তার সব নাটকই আমার খুবই প্রিয়। উনি যে স্টাইলে অভিনয় করেন ওটা অন্যদের পক্ষে সম্ভব নয়। আমাদের সমাজে প্রায় সময় এরকম বিষয় দেখা যায়। তারা নিজেকে জামাই নয়! বাড়ীর বড় গৃহ কর্তা মনে করে। আমার কাছে এ ঘটনা গুলো বাস্তব সম্মত মনে হয়েছে। ধন্যবাদ, পরিচালক সামিম জামান। এরকম বাস্তব ধর্মী একটি নাটক আমাদের উপহার দেওয়ার জন্য।।

নাটক টা Full দেখে মনে হলো আমাদের সমাজে বাস্তবে এই রকম অনেক বদ- মেজাজী লোক আছে। যারা কথায় কথায় রেখে যাই।তাদের কাউনসিলিনিক এর মাধ্যমে অনেক সময় মেজাজ টা যেনো কমে যাই সেই ব্যবস্তা করা যাই। যারা mosharraf karim ভাই কে নিয়ে অপমান জনক কথা বলে তারা শুধু ভাইকে না বাংলাদেশ কে অপমান করে.... নিজের ঘরের ছেলে কে অপমান করা.... একমাত্র তোমরাই পারবে ভাই..

নাটক দেখেও তো লজ্জা লাগছে।। স্বপ্নেও নিজের দাড়া একবার এমন হলে, লাইফে আর শ্বশুর বাড়ি যেতামনা।।। হা হা।।। অসাধারণ অভিনয়।। একদম সত্যি সত্যি ফুটে তুলছে।।। বস, মশারফ ক্রিম..  মমর অভিনয়টা অসাধারণ করছে,,,ওর মুখে একটা ভয় ভয় ভাবটা খুব সুন্দর ফুটে তুলছে,,মোশাররফের চেয়ে অনেক অনেক ভালো অভিনয় করছে মম আমার একটা পছন্দের অভিনেত্রী,,,

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

===

You may also like

===