Bangla Ulla | বাংলা উলা | Mosharrf karim | Nabila Islam | Bangla New Comedy Natok 2022
Bangla Ulla | বাংলা উলা | Mosharrf karim | Nabila Islam | Bangla New Comedy Natok 2022
ছেলে শ্বশুরবাড়ী যাবে।
বুদ্ধিশুদ্ধি একটু কম তাই মা তাকে ভাল করে শিখিয়ে দিল।
বলল, তোর শ্বশুরের অসুখ তাই আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন।
উনি হয়তো বলবেন ভাল। তখন বলবি এইটাই তো আমাদের কাম্য।
তারপর তিনি কি পথ্য করছেন জানতে চাইবি।
তিনি কিছু একটা বলবেন, তুই তখন বলবি অতি উপাদেয় পখ্য, রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আসা করি।
তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন।
ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো, “দারুন ডাক্তার, খুব তারাতাড়ি ভাল হয়ে যাবেন !”
আর সব সময় হাসি, হাসি মুখ করে থাকবি কেমন।
মা নেওটা ছেলে ঘাড় নেড়ে বেরিয়ে পড়ল।
শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছেন।
জামাই ঘরে ঢূকে, হাসতে,হাসতে জিজ্ঞেস করল,কেমন আছেন বাবা ?
শ্বশুরঃ- আর বাঁচার ইচ্ছা নেই, এবার মরলেই বাঁচি।
জামাইঃ- এটাই তো আমাদের কাম্য। তা কি পথ্য করছেন এখন আপনি ?
শ্বশুরঃ- (চেতে গিয়ে) ঘোড়ার ডিম।
জামাইঃ- বাঃ,বাঃ,অতি উপাদেয় পথ্য,রোজ খেয়ে যান ভাল হয়ে যাবেন আসা করি। আবার হাঁসতে-হাঁসতে তা ইয়ে কোন ডাক্তারকে দেখাচ্ছেন?
শ্বশুরঃ- (আরও চেতে) যম।
জামাইঃ- খুব ভাল ডাক্তার, বেশ নাম করা ডাক্তার, আপনি কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে উঠবেন।
শ্বশুরঃ- ওখানেই অজ্ঞান।
বাকিটা ইতিহাস
সংগৃহীত
=========================== 0000000 ==================================
দাদী শ্বাশুড়ি বেজায় অসুস্থ কখন না জানি দুনিয়া থেকে বিদায় নেয়। তাই আমি, আমার স্বামী আর শ্বশুর-শ্বাশুড়ি গেলাম গ্রামে অসুস্থ দাদীকে দেখতে।
কিন্তু, এখানে এসে আমি বেজায় নাস্তানাবুদ হয়ে গেলাম। আমি হচ্ছি শহুরে মেয়ে আমি কি আর গ্রামের কাজ পারবো বলুন তো?
সেদিন, আমার চাচী শ্বাশুরি আমাকে বললেন, রান্না শেষ হলে যেন হাঁড়িপাতিল পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আসতে। হাঁড়িপাতিল ধুতে পারি কিন্তু সমস্যা হলো এখানে সবাই মাটির চুলায় রান্না করে তাহলে সব হাঁড়িপাতিলের তলায় নিশ্চয়ই কালি আছে। মনে মনে নিজেকে সাহস দিলাম, নিলু তুই পারবি এটা কোনো ব্যাপার হলো তোর জন্য।
আমার সাথে এক পিচ্চিকে নিয়ে গেলাম ঘাটে। পুকুর ঘাটে কিভাবে বসে হাঁড়িপাতিল মেজে ধুবো বুঝতে পারছিলাম না। একবার পানিতে পা ডুবিয়ে বসলাম না হবে না তাই আবার সিঁড়িতে পা ছড়িয়ে বসলাম। ধুর, আমার দ্বারা কিছুই হবে না।
শেষে আমার সাথে আসা পিচ্চি আমাকে একটি বসার কাঠের পিড়ি দিয়ে বললো,
ভাবি তুমি এটাতে বসে হাঁড়িপাতিল ধুতে পারবে।
এবার শুরু হলো আরেক বিড়ম্বনা কারণ হাঁড়িপাতিল মাজার সময় আমার শরীরে কালি ছিটকে পরছিলো। এমন সময় ঘাট দিয়ে আমার স্বামী রবিন যাচ্ছিলো। আমি ওকে ডাক দিলাম, ও আমার সামনে এসে আমাকে বলছে,
-কে আপনি? আপনাকে চিনতে পারলাম না আর এখানে কি আমার স্ত্রী আছে? তার ডাকে আমি এলাম তাকে দেখছি না যে?
আরে, আমিই তোমার স্ত্রী নিলু। আমি যেন রবিনকে জোক শোনালাম। কারণ ওর যে কি হু হু করা হাসি। হাসির দমকে কথা বলতে পারছিলো না। বেশ কষ্টে হাসি থামিয়ে বললো,
-তুমি কি কালি পরিষ্কার করেছো নাকি কালি তোমাকে? বুঝলাম না বলেই আবারও হাসতে লাগলো।
-থাক দাঁতে বহু বাতাস লাগিয়েছো এখন আমাকে এগুলো ধুয়ে দিয়ে সাহায্য করো।
রবিন আমাকে সাহায্যে করছে আর একটু পর পর আমার দিকে তাকাচ্ছে আর হাসছে।
রবিন আমাকে বলছে, দেখো তো আমি সব পারি তুমি কিছুই পারো না। সবকিছু সবার জন্য না বুঝলে।
বাড়িতে যখন গেলাম আমাকে বাড়ির মানুষ যেন নতুন বৌয়ের মতো আবারও একজন একজন করে দেখতে লাগলো। তারা বুঝি কখনো গায়ে কালি মাখে নি তাই।
আমার দুঃখে তখন সাদা পানি খেয়ে মরে যেতে ইচ্ছে করছিলো।
শহরে ফিরে আসার সময় হলো। সবাই রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে এলাম। রাস্তা থেকে বাড়ি অনেক দূরে তাই হেটে রাস্তা থেকে গাড়িতে উঠতে হবে। আমি আর আমার শ্বাশুড়ি একসাথে হেটে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে কে যেন ধপাস করে মাটিতে আছাড় খেয়ে পড়লো। ওমা এতো দেখি রবিন বেচারা এমন ভাবে পড়েছে উপুড় হয়ে একেবারে গোবরে মাঝে মুখ ঢুকে পড়লো।আমার শ্বাশুড়ি দৌড়ে ছেলেকে তুলতে যেয়ে নিজেও পড়ে গেলেনে কাদায়। এতক্ষন, বহু কষ্টে হাসি থামিয়ে রাখলেও এখন আর পারলাম না।
রবিন বারবার বলছিলো,নীলু আমাকে টেনে তুলো যে কড়া গন্ধ গোবরের আমি আর কিছুক্ষণ থাকলে মরেই যাবো।
বহুকষ্টে হাসি থামিয়ে আমার শ্বাশুড়িকে তুললাম এবার আমি আর আমার শ্বাশুড়ি মিলে রবিনকে বহু কষ্টে টেনে উঠালাম।
ওকে যেন চেনাই যাচ্ছিলো না। রবিন এবার আমাকে আস্তে করে টলতে টলতে বললো,
-নীলু এইজনমে আর কখনো গ্রামে আসবো না বলেই অজ্ঞান হয়ে পড়লো রবিন।
আর আমি মনে মনে বললাম, আসলেই সবকিছু সবার জন্য না , যেমন গোবর রবিনের জন্য না
এখন বেচারার জ্ঞান ফিরে এলেই হয়।
সমাপ্ত
#রম্যগল্প
#সবকিছু_সবার_জন্য_না
#Tahmina_Akther