===

এক্স যখন কাজের ছেলে | New Natok | Shagor Mirza | Riya Chowdhury | New Bangla Natok 2022

এক্স যখন কাজের ছেলে | New Natok | Shagor Mirza | Riya Chowdhury | New Bangla Natok 2022

বামী অফিস থেকে ফিরে চুপচাপ বসে আছে দেখে বৌ জিজ্ঞেস করল, কি হয়েছে?
স্বামী --অফিসের ছাদ ভেঙে পড়ে সকলেই মারা গেছে ।
বৌ--- সর্বনাশ, সেকি। তোমার কিছু হয়নি তো?
স্বামী ---- আমি তখন বাইরে সিগারেট খেতে গিয়েছিলাম।
বৌ---- ঠাকুর বাঁচিয়েছেন। জয় ঠাকুর ।🙏
সন্ধ্যার সময় টিভি চালিয়ে বৌ শুনলো, যারা মারা গেছে তাদের পরিবারকে সরকার ২০ লক্ষ টাকার অনুদান দিয়েছেন ।
বৌ -- কতবার বলেছি সিগারেট ছেড়ে দাও, আমার কোনও কথাই তো শুনবে না । জ্বালিয়ে খেলে আমাকে সারা জীবন।
😂😂😭😂😂
তারপর কেটে গেছে বেশ কিছুদিন .........
বেশ কিছু দিন পর স্বামী আবার অফিস থেকে ফিরে এসে চুপচাপ বসে আছে, বৌ জিজ্ঞেস করল, কি হয়েছে?এত চুপচাপ কেন?
স্বামী :-আর বোলোনা,আমাদের অনেককেই আসাম,মিজোরামে বদলি করে দিয়েছে।
বৌ :-কেন?
স্বামী ঃ-এটা শাস্তির বদলি।
বৌ :-শাস্তি কেন?
স্বামী :-অফিসে সিগারেট খাওয়ার অপরাধে।
বৌ :-ও,,, যাক তুমি চিন্তা কোরোনা, আমি সব সামলে নেব,বরং তোমার একটু বাইরে ঘোরা হবে।
স্বামী :-শুধু তো বদলি নয়, আরও শাস্তি স্বরূপ সরকার ঠিক করেছে ওদের মাইনে ওদের হাতে না দিয়ে ওদের বৌদের হাতে তুলে দেওয়া হবে।
বৌ :-আরিব্বাস্ ,তুমি একদম চিন্তা কোরোনা,আমি ঠিক মত টাকা পাঠিয়ে দেব।
স্বামী ঃ-তা কি করে হবে, তোমার আপত্তির জন্য আমি তো কবেই সিগারেট ছেড়ে দিয়েছি।
বৌ :- 😡😡😡😡😡😡
(সংগৃহীত)
============================ 0000 ===================================
রাত একটা বাজে। মৌ ঘরের বাইরে থেকে হঠাৎ কিছু পরে যাওয়ার আওয়াজ শুনতে পেলো। সামনে মৌ এর পরীক্ষা,তাই রাত জেগে পড়ছে।মৌ এর ক্লাসমেট নীপা কিছু দিন আগে এই বিল্ডিং এর ছাঁদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছে।। মৌ এর গলাটা শুখিয়ে এল। কিসের শব্দ সেটা দেখার জন্য মৌ ধীরে ধীরে ব্যালকনির দিকে যেতে লাগলো। ব্যালকনি দিয়ে নিচে তাকাতে সে দেখলো সোমা নিচে পরে আছে। আর মাথা ফেঁটে রক্তের স্রোত বইছে। ভয়ে মৌ চিৎকার করে উঠল। পাশের রুম থেকে মৌ এর মা বাবা চিৎকার শুনে দৌড়ে এলো কিন্তু দরজাটা এমন ভাবে বন্ধ হয়ে গেছে তারা দুজনে চেষ্টা করেও কিছুতেই খুলতে পারছে না। অন্য দিক থেকে মৌ ও দরজা খোলার চেষ্টা করলেও কোনো এক অজানা শক্তি যেনো তাকে টেনে ধরে রেখেছে।
হটাৎ মৌ এর মনে হলো তার পিছনে কেউ দাড়িয়ে। সে ভয়ার্ত দৃষ্টিতে পিছনে দিকে তাকিয়ে দেখলো নীপা দাড়িয়ে। সে নিজের চোখ কে বিশ্বাস করতে পারছে না। গত ৮ দিন আগে যে মারা গেছে সে কি করে তার সামনে দাড়িয়ে। নীপা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। বাইরে থেকে মৌ এর মা বাবা দরজা খোলার চেষ্টা করছে। হটাত দরজা টা খুলে গেলো। মৌ এর মা মৌ কে জড়িয়ে ধরে বললো কি হয়েছে। মৌ নীপার দিকে আঙুল দেখিয়ে বললো নীপা এসেছে। মৌ এর মা সবীতা বললো সেটা কি ভাবে সম্ভব। তুই গত কয়েক দিন ধরে রাত জাগছিস তাই ভুল দেখেছিস। নীপাকে নিয়ে আর বেশি ভাবিস না। এবার ঘুমিয়ে পর। মৌ ব্যালকনি দিকে দেখিয়ে বললো সোমা,..সোমা .. নিচে পড়ে আছে। তুই কি পাগল হয়েছিস.. সোমা তো ঘুমাচ্ছে উপরে । মৌ বলল না মা... সোমা মারা গেছে আমি নিজে দেখেছি। মৌ এর বাবা বলল নিজের বোনকে নিয়ে কি সব উল্টো পাল্টা বলছিস। তারপর যেটা হলো মৌ নিজের চোখ কে বিশ্বাস করতে পারলো না। সোমা দরজার পাশে দাড়িয়ে বলল কি হয়েছে মা..এত রাতে তোমরা সবাই এখানে??
প্রতিশোধ...পর্ব -১
মুনমুন মণ্ডল
প্রথম বার লিখলাম..ভুল ক্রুটি হলে মার্জনা করবেন।
 ========================= 00000000 ============================= 
রাতে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম করছিলাম! অপরপাশ থেকে দেখি বউ আমার দিকে তাকিয়ে আছে।
বিয়ের সবে মাত্র ৭ দিন হলো।
বউকে বললাম তুমি কি ফেসবুক চালাও?
বউ- হ্যাঁ অনেক আগে থেকেই চালাই।
আমার ফোনটা তার হাতে দিয়ে বললাম তোমার আইডি সার্চ দিয়ে বের করো দুজনে ফ্রেন্ড হই তারপর Got a Married ষ্ট্যাটাস দেই।
ওরে সর্বনাস ফ্রেন্ড হতে গিয়ে দেখি আমরা ২০১৫ সাল থেকে একে অপরের ফ্রেন্ড লিষ্টে আছি। এ দেখে বউ আমার দিকে আমি বউয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি বললাম যাইহোক বাদ দাও মাঝে মাঝে হয় এরকম। "অথচ বাসর রাতে তার কাছে কতো ভালোই না সাজলাম"।
সালার ইমেজটাই নষ্ট হয়ে গেলো। আর রিলেশনশিপ ষ্ট্যাটাস দেওয়া হলো না। বউয়ের মনটা কেমন জানি খারাপ হয়ে গেলো, জানিনা কেন! দুজনেই ঘুমিয়ে গেলাম। বিকেলে ফ্রেন্ডদের সাথে গেলাম আড্ডা দিতে। তাদের তাদের সাথে গল্প করছি সিগারেট খাচ্ছি আর ফেসবুক নিউজফিড স্ক্রল করতেছি, এর মধ্যেই ম্যাসেঞ্জারে পটাং শব্দে চ্যাট হ্যাডে চোখ পড়তেই দেখলাম বউয়ের ম্যাসেজ- বলতেছে কোথায় আছো বাসায় আসবা কখন? রিপ্লাই দিলাম একটু পরেই আসতেছি।
রাতে খাওয়া দাওয়ার পর শুয়ে দুজনে গল্প করতেছি আর অনুভব করতেছি বউয়ের মনটা কেমন জানি ভারী ভারী লাগতেছে। আমি জিগাইলাম কি হইছে?
বউ তার ফোন টা আমার হাতে দিয়ে বলল এসব কি?
ফোনটা হাতে নিয়ে দেখি টিনের চালে কাক আমিতো অবাক। ২০১৫ সালে তারে ম্যাসেঞ্জারে অনেক ম্যাসেজ দিয়েছিলাম পটানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম সব ম্যাসেজ দেখাচ্ছে। অথচ তার সাথে যাবতীয় ম্যাসেজ এর Conversation আমার ওখানে থেকে সেই কবেই ডিলেট করেছিলাম আমার নিজেরই কিছু মনে নাই।
বউ আমার হাত থেকে আমার ফোন টা নিয়ে ম্যাসেঞ্জার ঘাটাঘাটি শুরু করে দিলো ১ ঘন্টা পর কিছু না পেয়ে বলে আমার সাথে যেমন কথা বলার সব Conversation ডিলেট করে দিয়েছো, বিয়ের আগে আরো যতো মাইয়ার সাথে Conversation ছিলো সব ডিলেট করে দিয়েছো?
এই বলে ফোন টা আমার দিকে ছুঁড়ে মারে আর ফোন টা আমার নাকে এসে লাগে, অনুভব করলাম নাক কিছু বের হচ্ছে হাত দিয়ে মুছে লাইট জ্বালিয়ে দেখি প্রচুর রক্ত বের হচ্ছে রক্ত দেখে আমি আগে থেকেই ভয় পাই, রক্ত দেখা মাত্রই আল্লাহ গো বলে চিৎকার করে উঠে বসে পড়ি।
আমার চিৎকার শুনে রুমমেট ৩ জন লাফ দিয়ে ঘুম থেকে উঠে বলে কি হইছে কি হইছে?
এ দুঃস্বপ্নের কথা কি আর রুমমেট কে বলা যায়!😐😐
সংগৃহীত
 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

===

You may also like

===