===

আমি সিঙ্গেল | Ami Single | Niloy Alamgir | JS Heme | Mursalin Shuvo | Bangla Natok 2022

 
 
পৃথিবীর প্রথম হত্যা হয়েছিলো সুন্দরী মেয়েকে বিয়ে করা নিয়ে।সেখানে আমার স্বামী আমাকে না আমার চেয়ে সুন্দরী আমার ছোট বোন কে পছন্দ করে। আমার আফসোস করার কিছু আছে বলে মনে হয় না,আমি যেখানে জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছি সেখানে লড়াই বা প্রতিবাদ কিভাবে করি!
 
আমার তো ঠিকমতো দাঁড়াবার স্বামর্থ্য ও নেই। তবে ছোট বোনটার জন্য কিছু না করতে পারলে মরেও শান্তি পাবো কি না জানিনা। হেরে যাবার ভয় করে যদি খেলাই অংশগ্রহণ না করি তবে আত্মতৃপ্তি আসবে কোথা থেকে। যে করেই হোক আকিব কে জিত্তে দেওয়া যাবে না।তবে ওর চাওয়া যদি সৎ হতো আমি হেসে খেলে ওর এই মরণখেলায় হেরে যেতাম। 
 
বাবা-মায়ের পছন্দের ছেলেকেই বিয়ে করেছি। ভেবেছিলাম এরেঞ্জ ম্যারেজে সেই অনুভূতি নেই যেটা লাভ ম্যারেজে থাকে। তবে কি অদ্ভুত ভাবে আমি বিয়ের এক মাসের মধ্যেই আকিবের প্রেমে পড়তে শুরু করলাম। আর স্বাভাবিক ভাবেই আমার যায়গায় অন্য কোন মেয়ে থাকলেও তাই পড়তো। মেয়েরা আর জীবনে কি চায়? বিশ্বাস -ভালোবাসা -আর কেয়ার।যা সবই ছিলো আকিবের মাঝে। দিন যত যাচ্ছিলো আমি আকিবের প্রতি অন্ধ হয়ে যাচ্ছিলাম।
 
কিছুদিন হলো আমি বেশ অসুস্থতা অনুভব করছিলাম,কেমন যেন শারীরিক ভাবে দূর্বল। আকিব কে জানালে ও আমাকে পাশের এক ডাক্তারের কাছে নিয়ে গেলো। ডাক্তার পরীক্ষানিরীক্ষা করতে বললেন। কিন্তু আকিব বললো না' সামান্য দূর্বলতা আপনি কিছু ভিটামিন দিন,আর আমি তো আছিই কেয়ার করার জন্য। ডাক্তার আর কি বলবেন, তাই করলেন।
কিন্তু কিছুতেই কিছু হচ্ছেনা।
একদিন,
 
আকিব প্রায়শই আমাকে রাতের খাবার নিজ হাতে খাইয়ে দেয়, এর আগে অবশ্য আমার প্লেটে ও নিজে খাবার দিত, আমায় কিছু করতে দিত না। একদিন আকিব আমার জন্য রাতের খাবার আনতে কিচেনে যাওয়ার পর, আমিও পিছুপিছু যাচ্ছিলাম ওকে হেল্প করতে, কিন্তু আকিব আমাকে দেখতে পায়নি। খাবার প্লেটে নেবার পর ,পকেট থেকে কিছু একটা বের করে খাবারের উপরে ছিটয়ে দিয়ে চামচ দিয়ে মিশিয়ে দিলো খাবারের সাথে! 
 
আমি জিজ্ঞেস করতে যাবো এমন সময় আকিবের ফোন আসলো....
জানিনা ওপাশে কে,আর কি বলছে। আকিব বললো,
-আরে ভাই কি মেডিসিন দিসোস এখনো মরে না! আর ভালোবাসার অভিনয় করতে ভাল্লাগেনা, প্রতিদিন খাবারের সাথে একটু একটু মিশিয়ে দেই। একমাস হয়ে গেলো প্রায়!
একেবারে বেশি করে দিতেও পারছিনা আবার ফরেন্সিকে ধরা পরার ভয় আছে।
-আচ্ছা তুই যখন বলসিস আরো কিছুদিন দেখি।
 
আচ্ছা ফোন রাখ, বউকে বিষ, মানে খাবার খাইয়ে আসি।
আমি থ মেরে দাঁড়িয়ে গেলাম,আমি কি করবো বুঝতে পারছিলাম না।অসাড় হয়ে আসা পা দুটোকে টেনে টেন নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম আকিব রুমে আসার আগেই।
কান্না আটকাতে পারছিলাম না।
 
আকিব এসেই আমাকে উঠতে বল্লো সে খাবার খাইয়ে দিবে।
আমার মনে যা হচ্ছিলো বলার ভাষা নেই। তবুও শান্ত হয়ে বল্লাম
-আকিব আমি খাবো না, (খাবোনা বলল্লে জোর করে খাইয়ে দিবে জানি,তা-ই বল্লাম) আমার সম্ভবত এসিডিটি হইছে।খাবার খেলে বমি হয়ে যাবে।
 
আকিব নানাভাবে একটু হলেও খাবার খেতে বলছিলো, আমি না করাতে ... সম্ভবত ও হতাশ, যে আজকের ডোস মিস হয়ে গেছে!
 
স্লো পয়জন কি সেটা জানতে গুগল করলাম জানতে পারলাম স্লো পয়জন হলো কোল্ডব্লাডেড মার্ডারের প্লান। সোজা কথা ' সাপ মরবে কিন্তু লাঠী ভাংবে না। 
 
কাওকে স্লো পয়জনিং এর মাধ্যমে মার্ডার করার প্লান করা হলে তার নিত্যদিনের স্বাভাবিক খাবারের সাথে এ সকল ভারী ধাতু খুবই মিহিদানা করে নির্দিষ্ট পরিমানে প্রতিনিয়ত খাইয়ে দেওয়া হয়।প্রতিনিয়ত খাওয়ানোর ফলে তার শরীরে অদ্ভুত কিছু উপসর্গ(symptoms) দেখা দেয়।ভিকটিমের ওজন কমতে থাকে,চুল পড়ে যেতে শুরু করে দ্রুতহারে,শ্বাসকষ্ট হতে থাকে নিয়মিত, হার্টের প্রব্লেম হতে 
থাকে,চলাচলের শক্তি কমে যেতে থাকে,শরীর ধীরে ধীরে প্যারালাইজড হতে থাকে এবং একসময় জীবনপ্রদীপ ধপ করে নিভে যায়।ডাক্তারি পরীক্ষায় সাধারণত প্রথম দিকে বার্ধক্যজনিত অসুস্থতার কারণ ধরা পড়ে কিন্তু চিকিৎসায় রোগীর কোনো উন্নতি হয় না।এবং সর্বশেষ ভিক্টিম সুপরিকল্পিত ভাবে খুন হন।
 
সারারাত অনেক ভেবেছি কি করবো, নাফি আমার চেয়ে বেশি বুদ্ধিমতী সেটা আমি জানি। নাফি (নাফিয়া) আমার ছোট বোন।সব ভেবেচিন্তে সকালে আকিব কে বল্লাম।
-তুমি বরং নাফিকে ফোন দাও।ওকে আসতে বলো।তুমি অফিসে যাও এদিকে আমার ভালো লাগেনা একা একা, ও থাকলে তাও কথাবার্তা বলা যাবে। 
 
-আমিও ভাবছিলাম কথাটা তোমায় বলি, তুমি একা থাকো তোমায় দেখাশোনার জন্য কাউকে দরকার।
-হুম।আজ ই আসতে বলো। শরীর টা ভালো লাগছে না।
-আচ্ছা, আমি ফোন করে দিচ্ছি।
 
-আমি জানি আজ আকিব বেশ খুশি কারন নাফি আসবে । হয়তো ওর শয়তান মনে নানানরকম ফন্দি আঁটতে শুরু করেছে।এটাও জানি আমাকে মেরে সেই সিমপ্যাথী তে নাফি কে বিয়ে করার ইচ্ছে ।
বিকেলের দিকে নাফি আসলো। একটু পর আকিব ও।রাতে নাফি আমার কাছেই থাকলো, দু-একটা কথা ছাড়া কিছু বল্লাম না।
পরদিন,
 
আকিব অফিসে যাবার পরপরই নাফিকে বল্লাম আমায় একটু বাসার বাহিরে নিয়ে চল তো একা চলতেও আজকাল ভয় হয়। শরীর এতোটাই দূর্বল বেশিক্ষণ হাটতে বা দাঁড়িয়ে থাকতে পারি না।
বাহিরে গিয়ে আমি নাফিকে সব বল্লাম। পুরো ঘটনা বলার সময় ওর চোখের দিকে তাকিয়ে ছিলাম, ওর মনেও যদি আকিবের প্রতি কিছু থাকে সেটা ওর চোখে ঠিকিই দেখা যাবে।
-নাফি!
-হ্যা,আপু। 
 
-তুইও যদি আকিব কে পছন্দ করিস তাহলে আমি মরতে রাজি আছি সচ্ছন্দ্যে।
-ছিঃ আপু ওমন কথা বলতে নেই।তুমি মরবে ক্যান! মরবে তো ওই জানোয়ার।
আপু এবার দ্যাখো কারো বিশ্বাস আর ভালোবাসা নিয়ে খেল্লে কেমন লাগে।ও আমার জন্য তোমার সাথে এমন করছে না!আমি আমার বোনের জন্য কি করতে পারি সেটা ও দেখবে। শুধু তুমি ওর হাতে খাবার খাবে না, বাকি সব আমি দেখবো। 
 
তারপর থেকে নাফি বেশ ক্লোজ হতে লাগলো আকিবের। আকিব কে খাবার খাওয়ানো, রান্না বান্না।
প্রায় এক মাসের মধ্যেই আমি বেশ সুস্থ হয়ে উঠলাম, এর মাঝে কয়েকবার নাফি আমায় ডক্টর দেখিয়েছে আকিবের অজান্তে ।
অন্যদিকে আকিব দিন দিন বেশ দূর্বল হয়ে যাচ্ছে। আমি সুস্থতা অনুভব করলেও নাফি আমাকে অসুস্থতার মতোই থাকতে বলেছে। 
 
প্রায় দু-মাস পর একেবারে মৃত্যুসহ্যায় আকিব।আমার একবারে কষ্ট হচ্ছিলো না।
আঁকিব কে ডাক্তার দেখালো ওর পরিবারের লোকজন, আমিও সাথে সাথে মিথ্যে কান্নার অভিনয় করে যেতে লাগলাম। রিপোর্টে কিছুই ধরা পড়েনি আকিবের।
একদিন হঠাৎ আকিব মারা গেলো!! 
 
কারো মৃত্যু হলে যে খুশি লাগে আজ প্রথম অনুভব করলাম। কিন্তু এই সমাজ কে সেই খুশি দেখানো যাবে না।এই খুশি যে মহামূল্যবান। আকিবের কি হয়েছিল সেটা শুধু আমি আর নাফিই জানি।
ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আমি একেবারে সুস্থ হয়ে গেলাম। আল্লাহর রহমত আর আমার নাফির উছিলায়। সবার ভাগ্যে এমন একটা লক্ষী বোন থাকা উচিৎ।
-আই লাভ ইউ নাফি। 
 
হয়তোবা এটা অন্যায় কিন্তু খারাপের লেশমাত্র লাগছে না। বাকি আল্লাহ ভালো জানেন।
লেখাঃ Ummey Salma Khan Mitu
 
Fiction: "আমি সিঙ্গেল | Ami Single" 
Story & Direction: Mursalin Shuvo Cast: Niloy Alamgir, JS Heme, Mili Bashar, Kamrun Nahar, Khalid Hasan, Azman, Mithu First Assistant 
Director: Farhan Tonmoy Assistant Director: Azman, Omar 
Cinematography: Mehedi Rony Title, Edit & Color: Tanvir Tahsan 
Still Photographer: Rahi Poster & Publicity 
Design: Nahid Hossain 
Music: Sayed Nafis 
Producer: Md Habibur Rahman Khan 
Production: VisualScene ENTERTAINMENT
 
 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

===

You may also like

===