Khan Saheber Jamai | খান সাহেবের জামাই | Niloy Alamgir | Jannatul Sumaiya Himi | Mohin Khan
Khan Saheber Jamai | খান সাহেবের জামাই | Niloy Alamgir | Jannatul Sumaiya Himi | Mohin Khan
ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময় গরু ব্যাথা অনুভব করে কি না এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল।। গরু
জবাইয়ের সময়ে EEG পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ECG করে গরুর হার্ট দেখা হয়।
পরীক্ষায় দেখা যায়,
*জবাইয়ের প্রথম ৩সেকেন্ডে EEG গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় না, অর্থাৎ গরু কোনো ব্যাথা পায় না।
*পরের ৩ সেকেন্ডের EEG রেকর্ডে দেখা যায়, গরু গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো অচেতন হয়ে থাকে,শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায় ব্রেইনে রক্ত সরবরাহ হয় না বলে এই অচেতন অবস্থা হয়।
*এই প্রথম ৬ সেকেন্ড পরে EEG গ্রাফে Zero level দেখাচ্ছিলো, তার মানে গরু কোনো ব্যাথা পাচ্ছিলো না।
*গরুর যে খিচুনি আমরা দেখি সেটা Spinal cord এর একটি Reflex Reaction, এটা মোটেও ব্যাথার জন্য হয় না।
(এই পরীক্ষাটি করেন জার্মানির হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের
প্রফেসর শুলজ এবং ডক্টর হাজিম।)
সুবহানাল্লাহ।
=======================================
আল্লাহ রাব্বুল আল-আমীন এমন ভাবে সব কিছু সৃষ্টি করে দিয়েছেন, যা অত্যন্ত নিখুঁত। যারা ভাবেন যে পশু জবাইয়ের মাধ্যমে মুসলমানরা পশুকে কষ্ট দিচ্ছে তারা আল্লাহ রাব্বুল আল-আমীনের এই রহমতের কথা জানতে পারলে সত্যিই অবাক হবে।
√সহীহ বা সঠিক হাদিস পেয়ে যারা আহসানুল বা উত্তম হাদিস কুরআনকে পরিত্যাজ্য করে রেখে দিয়েছে তারাই আল্লাহ, ফেরেশতা ও নবী রাসুলের শত্রু।
√সহীহ্ হাদিসে যা আছে কুরআনে তা নেই কেনো? এই ক্ষোভে যারা কুরআন বুঝারই চেষ্টা করে না তারা কখনো আলেম বা জ্ঞানী হতে পারে না।
√কুরআন কে যারা অসম্পূর্ণ মনে করে তারাই কুরআন অস্বীকারকারী বা কাফির।
√সব মানুষকে আল্লাহ ইলহাম বা বোধশক্তি বা ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন।
√যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী তারাই কুরআন বুঝতে পারে।
√যারা আল্লাহর বিধানের অর্থাৎ কুরআনের নিকট আত্নসমর্পণ করে তারাই কুরআনের সঠিক জ্ঞান অর্জন করতে পারে এবং তারাই কুরআনে সব কিছুর সঠিক ও উত্তম সমাধান খুজে পায়।
√কুরআন বহির্ভূত সকল বিধান ফ্যাতনা ও অশান্তি সৃষ্টি করে।